সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে ব্যাইনোনা জেনারেল ক্লিনিং কোম্পানি বিগত পাঁচ মাস থেকে বন্ধ থাকায় মানবেতর জীবনযাপন করছে কোম্পানির শ্রমিকরা।
Advertisement
আবুধাবির মাপরাক ক্যাম্পে কোম্পানির বাংলাদেশিসহ প্রায় তিন শতাধিক শ্রমিক রয়েছেন। এছাড়া আল আইন এবং শারজায় একই কোম্পানির শ্রমিক রয়েছেন।
গত পাঁচ মাস ধরে কোম্পানির কাজ-কর্ম বন্ধ থাকায় মানবেতর জীবন যাপন করছেন প্রায় ১০ থেকে ১২ বছরের কর্মরত অনেক শ্রমিক।
একদিকে পানির সংকট অন্যদিকে খাবার সমস্যা। পাঁচ মাস কাজ না থাকায় বেতন দিচ্ছে না মালিকপক্ষ। স্থানীয় প্রশাসন মাঝে মধ্যে খাবার দিয়ে যায়।
Advertisement
আবুধাবি পুলিশের সহযোগিতায় শ্রমিকদের সঙ্গে বাংলাদেশ দূতাবাসের যোগাযোগের সুযোগ হয়েছে। কোম্পানিতে কর্মরত বাংলাদেশিদের ডকুমেন্ট দূতাবাসে জমা দেয়া হয়।
রাষ্ট্রদূত আবু জাফরের নির্দেশে গতকাল ২১ মে দুপুরে বাংলাদেশ দূতাবাস শ্রমকল্যাণ উইং কাউন্সিলর (স্থানীয়) লুৎফুন নাহার নাজিমের নেতৃত্বে লেবার উইং কর্মকর্তারাসহ অসহায় শ্রমিকদের মাঝে বিপুল পরিমাণ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
এ সময় লেবার কাউন্সিলর লুৎফুন নাহার নাজীম বলেন, সরকার সব সময় প্রবাসীদের পাশে আছে। যে কোনো সময় প্রবাসীরা বিপদে পড়লে আমাদের বাংলাদেশ দূতাবাসের সঙ্গে যোগাযোগ করলে আমরা অবশ্যই সহযোগিতা করব।
তিনি বলেন, আমরা শ্রমিকদের পাওনা অর্থ আদায়ের সহযোগিতা করে যাচ্ছি। আমিরাতের আইন-কানুন মেনে চলার পাশাপাশি করোনাকালে শ্রমিকদের স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান তিনি।
Advertisement
এমআরএম/এমকেএইচ