কাতার যাওয়ার আগে জাতীয় দলকে সৌদি আরব পাঠিয়ে সেখানে প্রস্তুতি ম্যাচ খেলানোর চেষ্টা করছে বাফুফে। পূর্ব সূচি অনুযায়ী ৩০ মে কাতার যাওয়ার কথা জাতীয় দলের। সৌদিতে ম্যাচ খেলার বিষয়টি চূড়ান্ত হলে সোমবারই উড়াল দেবে জামাল ভূঁইয়ারা।
Advertisement
বাফুফের সাধারণ সম্পাদক মো. আবু নাইম সোহাগ জানিয়েছেন, ‘আমরা চেষ্টা করছি। এখনো সবকিছু ফিফটি-ফিফটি। আমাদের ভিসার নিশ্চয়তা আছে। কোয়ারেন্টাইনসহ অন্য ইস্যুগুলো ঠিকঠাক হলে সোমবার ফুটবল দল সৌদি আরব যাবে। দাম্মামে ২৬ ও ২৮ মে দুটি প্রস্তুতি ম্যাচ খেলে তারপর কাতার যাবে দল।’
প্রস্তুতি ম্যাচের প্রতিপক্ষ কারা হবে তাও এখনো ঠিক হয়নি উল্লেখ করে বাফুফে সাধারণ সম্পাদক বলেছেন, ‘সবকিছুই আলোচনার মধ্যে। রোববারও কিছু বিষয়ে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে পারবো।’
আগামী ৩, ৭ ও ১৫ জুন কাতারের দোহায় বাংলাদেশ বিশ্বকাপ বাছাইয়ের বাকি তিন ম্যাচ খেলবে আফগানিস্তান, ভারত ও ওমানের বিপক্ষে।
Advertisement
আরআই/আইএইচএস/এমকেএইচ