দেশজুড়ে

বেলকুচিতে হেরোইনহ ৩ মাদক কারবারি আটক

বেলকুচিতে হেরোইনহ ৩ মাদক কারবারি আটক

সিরাজগঞ্জের বেলকুচিতে হেরোইনসহ তিন মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। শনিবার (২২ মে) সকালে আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।

Advertisement

এর আগে শুক্রবার (২১ মে) রাতে বেলকুচি পৌর এলাকার চরচালা গ্রাম থেকে কারবারিকে আটক করা হয়। আটকৃতরা হলেন, বেলকুচি পৌর এলাকার চরচালা গ্রামের আশরাফ আলীর ছেলে আমিরুল (৪২), আরিফুল (২৬) ও মুকুন্দগাতী পশ্চিমপাড়া গ্রামের বাবলুর ছেলে শাকিল (২৪)। বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় পুলিশ। এসময় ৬ গ্রাম হেরোইনসহ তিন মাদক কারবারিকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে।

ইউসুফ দেওয়ান রাজ/আরএইচ/এমকেএইচ

Advertisement