চাকরি নামের সোনার হরিণটি ধরার জন্য সবাই মরিয়া। কিন্তু ভালো প্রাতিষ্ঠানিক ফলাফল নিয়েও চাকরির নিয়োগ পরীক্ষায় অকৃতকার্য হন অনেকেই। চাকরির পরীক্ষায় প্রস্তুতির জন্য নিয়মিত পড়াশোনা করতে হয়। চাকরিপ্রার্থীদের প্রতিদিনের প্রস্তুতির জন্য ‘আন্তর্জাতিক বিষয়’ নিয়ে জাগো জবসের বিশেষ আয়োজন।১. প্রশ্ন : ড. সান ইয়াং সেন কবে চীনের রাষ্ট্রপতি নির্বাচিত হন? উত্তর : ১৯১১ সালের ১৯ ডিসেম্বর। ২. প্রশ্ন : কবে চীনে কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠিত হয়? উত্তর : ১৯২১ সালের ৩০ জুন। ৩. প্রশ্ন : কবে চীন-যুক্তরাষ্ট্র পারমাণু অস্ত্র বিস্তাররোধ চুক্তি স্বাক্ষরিত হয়? উত্তর : ১৯৯৪ সালের ৪ অক্টোবর। ৪. প্রশ্ন : চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে কপিরাইট চুক্তি কবে স্বাক্ষরিত হয়? উত্তর : ১১ মার্চ ১৯৯৫ সালে। ৫. প্রশ্ন : চীন ও দক্ষিণ কোরিয়ার মধ্যে কবে ‘বেইজিং-সিউল’ চুক্তি সম্পাদিত হয়? উত্তর : ১৯৯৪ সালের ৩১ অক্টোবর। ৬. প্রশ্ন : চীন কবে সেনাবাহিনীতে যোগদান বাধ্যতামূলক ঘোষণা করে? উত্তর : ১৯৯৫ সালের ৯ ফেব্রুয়ারি। ৭. প্রশ্ন : কবে ভারত-চীন যুদ্ধ সংঘটিত হয়েছে? উত্তর : ১৯৬২ সালের ১১ অক্টোবর। ৮. প্রশ্ন : মাও সে তুং কবে চীনে সাংস্কৃতিক বিপ্লবের ডাক দেন? উত্তর : ১৯৬৬ সালের ১১ জানুয়ারি। ৯. প্রশ্ন : চীন কবে প্রথম হাইড্রোজেন বোমা বিস্ফোরণ ঘটায়? উত্তর : ১৯৬৭ সালের ১৭ জুন। ১০. প্রশ্ন : জাতিসংঘ কবে চীনের সদস্যপদ খারিজ করে? উত্তর : ১৯৫০ সালের ১ আগস্ট। ১১. প্রশ্ন : পুনরায় চীন কবে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হয়? উত্তর : ১৯৭১ সালের ২৫ অক্টোবর।১২. প্রশ্ন : কবে ব্রিটেন হংকংয়ের সর্বশেষ নৌঘাঁটি বন্ধ করে দেয়? উত্তর : ১৯৯৭ সালের ১১ এপ্রিল। ১৩. প্রশ্ন : চীনের ‘গ্রেটওয়াল’ কোন সালে নির্মাণ শুরু হয়েছিল? উত্তর : খ্রিষ্টপূর্ব ২১৪ সালে।১৪. প্রশ্ন : চীনে কবে লং মার্চের শুরু হয়? উত্তর : ১৯৩৪ সালের ১৬ সেপ্টেম্বর। ১৫. প্রশ্ন : মাও সে তুংয়ের লং মার্চ শুরু হয় কবে? উত্তর : ১৯৩৪ সালের ২১ সেপ্টেম্বর। ১৬. প্রশ্ন : মাও সে তুং কবে গণপ্রজাতন্ত্রী চীনের ঘোষণা দেন? উত্তর : ১৯৪৯ সালের ১ অক্টোবর।১৭. প্রশ্ন : চীন কবে কোরিয়ার যুদ্ধে যুক্ত হয়েছিল? উত্তর : ১৯৫০ সালের ২৮ নভেম্বর। ১৮. প্রশ্ন : দালাইলামা কোন দেশের ধর্মীয় নেতা? উত্তর : তিব্বতের। ১৯. প্রশ্ন : দালাইলামা কবে তিব্বত পরিত্যাগ করে ভারতে আশ্রয় নেন? উত্তর : ২৩ ফেব্রুয়ারি ১৯৫৯ সালে। ২০. প্রশ্ন : চীনে মোট কয়টি প্রদেশ রয়েছে? উত্তর : ২২টি।এসইউ/এমএস
Advertisement