প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে গ্রেফতারের প্রতিবাদে এবং নিঃশর্ত মুক্তির দাবিতে অনশন শুরু করেছেন দেওয়ান আব্দুল মালেক নামে এক মানবাধিকার কর্মী।
Advertisement
শনিবার সকাল ১০টা থেকে নওগাঁ শহরের মুক্তির মোড়ে শহীদ মিনারে তিনি অনশন শুরু করেন।
তিনি ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ক্রাইম রিপোর্টার্স ফাউন্ডেশন নওগাঁ জেলা শাখার সভাপতি।
প্রচণ্ড রোদের মধ্যে শহীদ মিনারে তিনি অনশন করছেন।
Advertisement
দেওয়ান আব্দুল মালেক বলেন, রোজিনা ইসলাম আন্তর্জাতিক এবং জাতীয়ভাবে পুরস্কারপ্রাপ্ত একজন সাংবাদিক। তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের নানা অনিয়ম এবং দুর্নীতি নিয়ে নিয়মিত প্রতিবেদন করছিলেন। এ কারণে তিনি নির্যাতন ও হয়রানির শিকার হয়েছেন। তার গলা চেপে ধরে কণ্ঠরোধ করার চেষ্টা করা হচ্ছিল। তার বিরুদ্ধে তথ্য চুরির মিথ্যা মামলা দেয়া হয়েছে।
তিনি আরও বলেন, সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা প্রয়োজন। রোজিনা ইসলামের মুক্তি না হওয়া পর্যন্ত তিনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অনশন করবেন।
এমএইচআর/জিকেএস
Advertisement