নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে দুই হাজার ৫২০ লিটার চোরাই তেলসহ মো. শাহজাহান (৪৮) নামের একজনকে গ্রেফতার করেছে র্যাব। এসময় তার কাছ থেকে একটি পিকআপ ভ্যান জব্দ করা হয়।
Advertisement
শনিবার (২২ মে) সকাল ৮ টায় সিদ্ধিরগঞ্জের আটি ওয়াপদা থেকে তাকে গ্রেফতার করা হয়।
শনিবার দুপুর সাড়ে ১২ টায় র্যাব-১১ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
এতে বলা হয়, সিদ্ধিরগঞ্জের গোদনাইল এলাকায় অবস্থিত পদ্মা ও মেঘনা ডিপো কেন্দ্রিক বেশ কয়েকটি চোরাই তেলের সিন্ডিকেট গড়ে উঠেছে। এ ডিপো থেকে প্রতিদিন শত শত লরি তেলভর্তি করে দেশের বিভিন্ন অঞ্চলে নিয়ে যাওয়া হয়। এরমধ্যে কিছু অসাধু লরির ড্রাইভার ও হেলপার তেল চুরি করে নামমাত্র মূল্যে বিক্রি করে দেন।
Advertisement
বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, এছাড়াও এ চোরাই চক্রটি তেলের সঙ্গে ভেজাল তেল মিশিয়ে বিভিন্ন ব্যবসায়ীদের কাছে সরবরাহ করে। এ সিন্ডিকেটের বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে। এদিকে আসামির বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এস কে শাওন/এসএমএম/এমকেএইচ