প্রবাস

রোজিনাকে গ্রেফতারের প্রতিবাদে ইউরো বাংলা প্রেস ক্লাবের মানববন্ধন

জাবেদ মাহমুদ, গ্রিস থেকে

Advertisement

দৈনিক প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে পেশাগত দায়িত্ব পালনকালে স্বাস্থ্য মন্ত্রণালয়ে সাড়ে ৫ ঘণ্টা অবরুদ্ধ রাখা, শারীরিক ও মানসিকভাবে হেনস্তা করে গ্রেফতারের প্রতিবাদে মানববন্ধন করেছে গ্রিস ইউরো বাংলা প্রেস ক্লাব।

শুক্রবার রাত ৯টার দিকে গ্রিস এথেন্স সিলেটি মার্কেটের প্রধান ফটকের পাশে তারা এ মানববন্ধন কর্মসূচি পালন করে।

এ সময় বক্তব্য দেন- গ্রিস ইউরো বাংলা প্রেস ক্লাবের সভাপতি জাকির হোসেন চৌধুরী মুন্না। গ্রিস ইউরো বাংলা প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক জাবেদ মাহমুদ, গ্রিস ইউরো বাংলা প্রেস ক্লাবের দফতর সম্পাদক সাঈদ আহমেদ।

Advertisement

বিশিষ্টজনদের মধ্যে উপস্থিত ছিলেন- ব্যবসায়ী রুহুল আহমদ, সাকের আহমদ, আমিনুল ইসলাম জয়নুদ্দিন জয় প্রমুখ।

বক্তারা বলেন, পেশাগত দায়িত্ব পালনের সময় একজন খ্যাতিমান নারী সাংবাদিকের সঙ্গে যে আচরণ করা হয়েছে তা সভ্য সমাজ ও রাষ্ট্রে কখনো কল্পনা করা যায় না।

অবিলম্বে সাংবাদিক রোজিনা ইসলামের নি:শর্ত মুক্তিসহ হেনস্তাকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করা হয়।

এমআরএম/এমকেএইচ

Advertisement