জাতীয়

সীতাকুণ্ডে ট্রাক উল্টে প্রাণ গেল তিনজনের

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক উল্টে তিনজন নিহত হয়েছেন। নিহতরা হলেন- আতিকুর রহমান (২৭), শরীফুল (৪৬) ও আব্দুল খালেক (৫০)। এ ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন। তারা হলেন- মহসিন (২৩), সজীব (৩০), আলম (৩০), নবীন (৪০) ও বাবুল (৩৫)।

Advertisement

শনিবার (২২ মে) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার শীতলপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শীলব্রত বড়ুয়া।

তিনি বলেন, ‘সকাল ৯টার দিকে সীতাকুণ্ড এলাকা থেকে সড়ক দুর্ঘটনায় আহত সাতজনকে হাসপাতালে আনে স্থানীয়রা। পরে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন। আহত বাকি পাঁচজনকে হাসপাতালের ২৫, ২৬ ও ২৮ নম্বর ওয়ার্ডে ভর্তি করেন।’

Advertisement

চিকিৎসকের বরাতে তিনি আরও বলেন, ‘আহতদের মধ্যে মহসিন ও আলম নামে দুজনের অবস্থা আশঙ্কাজনক।’

মিজানুর রহমান/জেএইচ/এমএস