দেশজুড়ে

জাটকা নিধনের দায়ে ৪ জেলের জরিমানা

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলা সংলগ্ন মেঘনা নদীতে জাটকা নিধনের দায়ে চার জেলেকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় জব্দ করা হয়েছে দুই হাজার মিটার নিষিদ্ধ জাল এবং ৮০ কেজি জাটকা। বুধবার সকালে এবং মঙ্গলবার রাতে পৃথক এ দুইটি অভিযান পরিচালিত হয়। মৎস্য কর্মকর্তা (ইলিশ) বিমল দাস জানান, মঙ্গলবার রাত ১টার দিকে মেহেন্দিগঞ্জের চরভোলানাথ সংলগ্ন মেঘনা নদীতে অভিযান চালিয়ে নদীতে নিষিদ্ধ জাল পাতার অভিযোগে জেলে জুয়েল হাওলাদার, শাহআলম, গিয়াসউদ্দিন চৌকিদার এবং আ. রফিককে আটক করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজাউল করীম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে প্রত্যেক জেলেকে পাঁচ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। এছাড়া বুধবার সকাল সাড়ে ৮টার দিকে মেহেন্দিগঞ্জের কদমতলা খেয়াঘাটে অভিযান চালিয়ে দুই হাজার মিটার কারেন্ট জাল এবং ৮০ কেজি জাটকা উদ্ধার করা হয়। তবে এ সময় কাউকে আটক করা যায়নি।সাইফ আমীন/এআরএ/এমএস

Advertisement