করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে কারও মৃত্যু হয়নি। এতে করে দীর্ঘদিন পর মৃত্যুহীন দিন দেখল চট্টগ্রামবাসী। তবে এ সময়ের মধ্যে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ১৩৭ জন। এ নিয়ে চট্টগ্রাম জেলায় শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫২ হাজার ৪৪৪ জনে।
Advertisement
শনিবার (২২ মে) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।
সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি জানান, গতকাল (শুক্রবার) চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে এক হাজার ১৬৮টি নমুনা পরীক্ষায় ১৩৭ জনের দেহে করোনার জীবাণু শনাক্ত হয়। এদের মধ্যে নগরের ৯৮ জন ও উপজেলার ৩৯ জন।
জানা যায়, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ৩৭ জন, ফৌজদারহাট বিআইটিআইডি ল্যাবে ২৩ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ১৫ জন, চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটি ল্যাবে ১৯ জন এবং ইমপেরিয়াল হাসপাতাল ল্যাবে ২০ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়।
Advertisement
একই সময়ে শেভরণ হাসপাতাল ল্যাবে ১০ জন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল তিনজন, চট্টগ্রাম মেডিকেল সেন্টার হাসপাতাল ল্যাবে পাঁচজন এবং কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে চট্টগ্রামের তিনজনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়।
মিজানুর রহমান/ইএ/এএসএম