হিলি স্থলবন্দর দিয়ে গত তিনদিনে ভারতফেরত ৬৯ বাংলাদেশি দেশে ফিরেছেন। দেশে ফেরার পর তাদের ৫৮ জনের করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে। বাকি ১১ জনের রিপোর্ট এখনও আসেনি। তবে তারা সবাই সুস্থ রয়েছেন।
Advertisement
হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ওসি সেকেন্দার আলী জানান, সব ধরনের স্বাস্থ্যবিধি নিশ্চিত করে তারা দেশে ফিরেছেন। ভারতে আরও বাংলাদেশি আটকা রয়েছেন। তারা পর্যায়ক্রমে দেশে ফিরছেন।
হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নুর-এ আলম জানান, ভারতফেরতদের তাৎক্ষণিক র্যাপিড এমটিআইজেইএন কীটের মাধ্যমে করোনা টেস্টের পর উপজেলার এমএম আবাসিক হোটেল, নুরজাহান হোটেল ও হোটেল ক্যাপিলায় ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেনটাইনে রাখা হয়েছে। এছাড়া আট পাসপোর্টধারী কিডনি ও লিভার ক্যান্সারে আক্রান্ত থাকায় প্রথম দিন বুধবার দিনাজপুর এম এম রহিম মেডিকেল কলেজে চারজন ও রংপুর মেডিকেলে চারজনকে ভর্তি করা হয়েছে।
হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. তৌহিদ আল হাসান জানান, হিলি চেকপোস্ট দিয়ে দুই দিনে আসা ৫৮ জনের করোনা টেস্ট করানো হয়েছে। তাদের মধ্যে কেউ পজেটিভ নেই এবং সকলেই সুস্থ রয়েছেন।
Advertisement
হাকিমপুর পৌর মেয়র জামিল হোসেন চলন্ত বলেন, হিলি ইমিগ্রেশন দিয়ে দেশে প্রবেশ করায় এবং শহর এলাকায় ১৪ দিনের কোয়ারেন্টাইনে রাখায় আমরা আতংকের মধ্যে বাস করছি।
এমদাদুল হক মিলন/এএইচ/এএসএম