দেশজুড়ে

মনোনয়ন দ্বন্দ্বের জের ধরে বরগুনায় হরতাল

মনোনয়ন দ্বন্দ্বের জের ধরে বরগুনার বেতাগী পৌরসভায় বেতাগী উপজেলা আওয়ামী লীগের ডাকে বুধবার সকাল-সন্ধ্যা হরতাল চলছে। সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবিএম গোলাম কবির ও সাধারণ সম্পাদক মাকসুদুর রহমান ফোরকানের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিণ শেষে বাসস্ট্যান্ড চত্বরে সমাবেশ করে।  নাম প্রকাশে অনিচ্ছুক বেতাগী উপজেলা আওয়ামী লীগের একাধিক নেতা-কর্মীর সঙ্গে কথা বলে জানা গেছে, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবিএম গোলাম কবিরকে মনোনয়ন না দিয়ে বর্তমান মেয়র মো. আলতাফ হোসেন বিশ্বাসকে পুনরায় মনোনয়ন দেয়ার প্রতিবাদে এ হরতালের ডাক দেয়া হয়।  বিভিন্ন সড়কে টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করে রাখে গোলাম কবিরের সমর্থকরা। এর আগে মঙ্গলবার রাতে মনোনয়ন ঘোষণার খবর শহরে ছড়িয়ে পড়লে বিক্ষোভ মিছিল ও বিভিন্ন জায়গায় আলতাফ বিশ্বাস ও তার সমর্থকদের ব্যানার ফেস্টুন ছিঁড়ে ফেলা হয়। হরতাল সমর্থকদের দাবি, যতক্ষণ পর্যন্ত মনোনয়ন প্রত্যাহার করে এবিএম গোলাম কবিরকে দেয়া না হবে ততক্ষণ পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবে।  এদিকে, সরকারি দলের হরতাল হওয়ায় জনমনে আতঙ্ক সৃষ্টি হয়েছে। হরতালের কারণে শহরের দোকানপাট বন্ধ রয়েছে। হরতালে আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে শহর জুড়ে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। এছাড়াও শহরের গুরুত্বপূর্ণ স্থানে মোতায়েন করা হয়েছে অতিরিক্তি পুলিশ।বেতাগী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জাগো নিউজকে জানান, উপজেলা আওয়ামী লীগের ডাকে হরতাল সুষ্ঠুভাবে চলছে। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলা করতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে হরতালে এখন পর্যন্ত কোথায়ও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।মো. সাইফুল ইসলাম মিরাজ/এমজেড/আরআইপি

Advertisement