দেশজুড়ে

ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ, হাসপাতালে ভাঙচুর

নোয়াখালীতে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগে মাইজদীর উডল্যান্ড হাসপাতালে ভাঙচুর চালিয়েছেন রোগীর স্বজনরা।

Advertisement

বৃহস্পতিবার (২০ মে) রাত ৯টায় শহীদ ভুলু স্টেডিয়ামের পাশে অবস্থিত হাসপাতালে এ ঘটনা ঘটে।

জানা যায়, বৃহস্পতিবার দুপুর ২টায় নোয়াখালী পৌরসভার ২নং ওয়ার্ড ফতেহপুরের নাজমুল হাসান নাঈম তার প্রসূতি স্ত্রী সুবর্ণা আক্তারকে উডল্যান্ড হাসপাতালে ভর্তি করেন। পরে হাসপাতালের গাইনী ডাক্তার হেমা সানজিদ আলট্রাসনোগ্রাম করে রাত ৮টায় তার অপারেশনের কথা বলেন। অপারেশন শেষে রাত ৯টায় জানানো হয় মৃত মেয়ে শিশুর জন্ম হয়েছে।

নাজমুল হাসান নাঈম দাবি করেন, হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলা ও ডাক্তারের ভুল অপারেশনে তার প্রথম বাচ্চার মৃত্যুর হয়েছে। তিনি এর প্রতিবাদ করলে হাসপাতালের লোকজন তার ওপর চড়াও হয়।

Advertisement

পরে তাদের আত্মীয়-স্বজনরা হাসপাতালে এলে উভয় পক্ষের মধ্য বাগ-বিতণ্ডা হয়। খবর পেয়ে হাসপাতাল অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ ও থানা পুলিশ ঘটনাস্থলে আসেন।

সুধারাম থানার উপ-পরিদর্শক (এসআই) কাওছার আহাম্মদ জাগো নিউজকে বলেন, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে আসেন। শুক্রবার (২১ মে) বিকেল ৩টায় এ বিষয়ে সমঝোতা বৈঠক ডাকা হয়েছে। সমঝোতা না হলে বাদীর অভিযোগের ভিত্তিতে আইনি ব্যবস্থা নেয়া হবে।

এদিকে এ ঘটনায় হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মো. মিজানুর রহমান ও ডাক্তার হেমা সানজিদকে বার বার ফোন করা হলেও তাদের পাওয়া যায়নি।

এসএমএম/এমএস

Advertisement