চুয়াডাঙ্গায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছে সাকিব উদ্দিন (১৭) নামে ভারতফেরত এক কিশোর। একই দিন জেলায় করোনায় আক্রান্ত হয়ে আবুল হোসেন (৭৫) নামে এক বৃদ্ধও মারা গেছেন।
Advertisement
শুক্রবার (২১ মে) ভোরে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের রেডজোনে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
সাকিব চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা কলেচপাড়ার মিজানুর রহমানের ছেলে ও বৃদ্ধ হোসেন দামুড়হুদা উপজেলার মদনা গ্রামের বাসিন্দা।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. এএসএম ফাতেহ আকরাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আলমডাঙ্গার সাকিব উদ্দিন গত ৯ মে বেনাপোল সীমান্ত দিয়ে বাংলাদেশে আসে। ১০ মে দুপুর আড়াইটার দিকে তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। ১১ মে নমুনা সংগ্রহ করা হলে ১২ মে তার করোনা পজিটিভ রিপোর্ট আসে। ২১ মে শুক্রবার ভোরে হাসপাতালের রেডজোনে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সাকিব। ক্যানসারে আক্রান্ত হলে চিকিৎসার জন্য তাকে ভারতে নেয়া হয়েছিল।
Advertisement
আবাসিক মেডিকেল অফিসার আরও জানান, অপরদিকে জ্বর, ঠান্ডা ও শ্বাসকষ্ট নিয়ে আবুল হোসেন ১৫ মে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আইসোলেশনে ভর্তি হন। ১৬ মে নমুনা সংগ্রহ করা হলে পরদিন ১৭ মে করোনা পজিটিভ আসে। ওইদিনই আবুল হোসেনকে রাখা হয় হাসপাতালের রেডজোনে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার ভোর ৪টার দিকে মারা যান তিনি।
স্বাস্থ্যবিধি মেনেই তাদের দাফন কাজ সম্পন্ন করা হবে বলেও জানান তিনি।
চুয়াডাঙ্গার সিভিল সার্জন ডা. এএসএম মারুফ হাসান জানান, গত ২৪ ঘণ্টায় চুয়াডাঙ্গার ৪ উপজেলা থেকে মোট ২১ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় করোনা ফলাফল আসে ৩৪ জনের, যার মধ্যে তিনজনের করোনা শনাক্ত হয়। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১ হাজার ৯১০ জনে। সুস্থ হয়েছেন ১ হাজার ৭৯৩ জন এবং মারা গেছেন ৬২ জন। আক্রান্তদের মধ্যে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আইসোলেশনে আছেন ১০ জন ও হোম আইসোলেশনে আছেন ৪৬ জন এবং রেফার করা আছেন একজন।
সালাউদ্দীন কাজল/এসজে/জিকেএস
Advertisement