চলমান বিধিনিষেধের মধ্যে ভার্চুয়ালি আবেদনের শুনানি শেষে ২৫ কার্যদিবসে সারা দেশে নিম্ন আদালতে ৫৭৯ জন শিশু জামিনে মুক্তি পেয়েছে ।
Advertisement
বৃহস্পতিবার (২০ মে) সুপ্রিম কোর্টের মুখপাত্র ও হাইকোর্টের স্পেশাল অফিসার ব্যারিস্টার মুহাম্মদ সাইফুর রহমান গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, গত ১২ এপ্রিল থেকে করোনা সংক্রমণ রোধে সারা দেশে নিম্ন আদালত ও ট্রাইব্যুনালে শারীরিক উপস্থিতি ব্যতিরেকে ভার্চুয়াল পদ্ধতিতে জামিন ও অতি জরুরি ফৌজদারি দরখাস্ত শুনানি হচ্ছে।
সারা দেশে ২১৭৫টি ফৌজদারি মামলায় ভার্চুয়াল শুনানিতে জামিন-দরখাস্ত নিষ্পত্তি হয় এবং ৯৭৮ জন জামিনে কারামুক্ত হয়েছেন ।
Advertisement
গত ১২ এপ্রিল হতে ১৯ মে পর্যন্ত মোট ২৫ কার্যদিবসে সারা দেশে ৮০ হাজার ৪৭৬টি মামলায় জামিনের দরখাস্ত ভার্চুয়াল শুনানির মাধ্যমে নিষ্পত্তি হয় এবং মোট ৪২ হজার ৮২৭ জন কারামুক্ত হয়েছেন।
২৪ কার্যদিবসে ভার্চুয়াল আদালতের মাধ্যমে মোট জামিনপ্রাপ্ত শিশুর সংখ্যা ৫৫৪ জন। এর মধ্যে ভার্চুয়াল আদালতের মাধ্যমে মোট জামিনপ্রাপ্ত শিশুর সংখ্যা ৫৭৯ জন।
এফএইচ/এমএইচআর/এমএস
Advertisement