ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে করোনাভাইরাসে একদিনে রেকর্ড মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় রাজ্যটিতে মারা গেছেন ১৬২ জন। এই সময়ে আক্রান্ত হয়েছেন ১৯ হাজারেরও বেশি মানুষ।
Advertisement
গত বুধবারই করোনায় প্রাণ হারিয়েছিলেন ১৫৭ জন। যা ছিল এখন পর্যন্ত সর্বোচ্চ। এর ঠিক ২৪ ঘণ্টায় মধ্যে করোনায় দৈনিক মৃত্যুর সংখ্যা বেড়ে হলো ১৬২।
রাজ্য স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে সর্বোচ্চ মৃত্যু হয়েছে উত্তর ২৪ পরগনায় ৩৭ জন এবং কলকাতায় ৩৬ জন। এছাড়া হাওড়ায় ১২ জন, দক্ষিণ ২৪ পরগনায় ১২ জন এবং পশ্চিম বর্ধমানে ১০ জনের বেশি প্রাণ হারিয়েছেন। এ নিয়ে রাজ্যটিতে ১৩ হাজার ৮৯৫ জনের মৃত্যু হলো।
পশ্চিমবঙ্গে গত ২৪ ঘণ্টায় ৭০ হাজার ৬৩৮টি কোভিড পরীক্ষা হয়েছে। এর মধ্যে করোনা পজিটিভ ১৯ হাজার ৯১ জন। দৈনিক সংক্রমণের হার বুধবারের থেকে কিছুটা কমে হয়েছে ২৬.৯১ শতাংশ। আবার মোট সংক্রমণের হার বেড়ে দাঁড়িয়েছে ১০.৩৩ শতাংশ। যা এখনও পর্যন্ত সর্বাধিক।
Advertisement
গত ২৪ ঘণ্টায় উত্তর ২৪ পরগনায় ৪ হাজার ১১৮ জন, কলকাতায় ৩ হাজার ৪৫১ জন, দক্ষিণ ২৪ পরগনায় ১ হাজার ২৮৭ জন, হাওড়ায় ১ হাজার ২৭৭ জন, হুগলিতে ১ হাজার ১৫৪ জন এবং নদিয়ায় ১ হাজার ৫২ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে রাজ্যটিতে মোট আক্রান্তের সংখ্যা এখন ১২ লাখ ৯ হাজার ৯৫৮ জন।
গত ২৪ ঘণ্টায় রাজ্যে সুস্থ হয়ে উঠেছেন ১৮ হাজার ৯১০ জন। এর ফলে রাজ্যে করোনা থেকে সুস্থ হয়ে ওঠার সংখ্যা এখন ১০ লাখ ৬৪ হাজার ৫৩৩। রাজ্যে এই মুহূর্তে সক্রিয় করোনা রোগী রয়েছেন ১ লাখ ৩১ হাজার ৫১০ জন।
বিএ/এমএস
Advertisement