করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে তিনজন মারা গেছেন। এই সময়ে করোনা শনাক্ত হয়েছে ১১৬ জনের। এ নিয়ে চট্টগ্রাম জেলায় করোনায় মোট মৃতের সংখ্যা ৫৯৩ জনে দাঁড়াল। আর শনাক্তের সংখ্যা বেড়ে ৫২ হাজার ৩০৭ জনে দাঁড়াল।
Advertisement
শুক্রবার (২১ মে) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।
সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি জানান, গতকাল বৃহস্পতিবার চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে এক হাজার ১২ নমুনা পরীক্ষায় ১১৬ জনের করোনা শনাক্ত হয়। তাদের মধ্যে নগরের ৮৩ জন ও উপজেলার ৩৩ জন রয়েছেন।
জানা গেছে, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ২৮ জন, ফৌজদারহাট বিআইটিআইডি ল্যাবে ২২ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে সাতজন, চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটি ল্যাবে ২৭ জন এবং ইমপেরিয়াল হাসপাতাল ল্যাবে আটজনের করোনা শনাক্ত হয়।
Advertisement
একই সময়ে শেভরন হাসপাতাল ল্যাবে নয়জন, জেনারেল হাসপাতাল আরটিআরএল ল্যাবে নয়জন এবং চট্টগ্রাম মেডিকেল সেন্টার হাসপাতাল ল্যাবে ছয়জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।
মিজানুর রহমান/এমএসএইচ/জিকেএস