চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তের চেকপোস্ট দিয়ে আজ বৃহস্পতিবার (২০ মে) আরও ১১৮ জন বাংলাদেশি দেশে ফিরেছেন। এরমধ্যে চারজন করোনাভাইরাসে আক্রান্ত।
Advertisement
এ নিয়ে দর্শনা চেকপোস্ট দিয়ে চার দিনে মোট ৩৩৪ জন দেশে ফিরলেন। চুয়াডাঙ্গা জেলা স্বাস্থ্য বিভাগ থেকে এ তথ্য জানানো হয়।
জেলা স্বাস্থ্য অফিস সূত্র জানায়, বৃহস্পতিবার সকাল থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত দর্শনা চেকপোস্ট দিয়ে দেশে প্রবেশ করেছেন ১১৮ জন। তাদের সবাইকে স্বাস্থ্য পরীক্ষা করা হয়। দেশে আসাদের মধ্যে চার জনের দেহে করোনা শনাক্ত হয়।
তাদেরকে অ্যাম্বুলেন্সযোগে জেলা সদর হাসপাতালে করোনা আইসোলেশন সেন্টারে পাঠানো হয়। আর বাকি ১১৪ জনকে কোয়ারেন্টাইনের জন্য মাইক্রোবাসে চুয়াডাঙ্গা টিটিসিতে নেয়া হয়।
Advertisement
দর্শনা ইমিগ্রেশনের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) আব্দুল আলিম জানান, গত তিন দিনে দেশে এসেছেন ২১৬ জন। আর আজকে এসেছেন ১১৮ জন। এ পর্যন্ত আসা ৩৩৪ জনের মধ্যে ৭ জনের দেহে করোনা পজিটিভ। তাদেরকে আইসোলেশনে পাঠানো হয়েছে।
সালাউদ্দীন কাজল/এএএইচ/জিকেএস