রংপুর জেলায় তিনটি পৌরসভা থাকলেও মামলা সংক্রান্ত জটিলতার কারণে পীরগঞ্জ এবং মেয়াদ পূর্তি না হওয়ায় কাউনিয়ার হারাগাছ পৌরসভার নির্বাচন ডিসেম্বরে অনুষ্ঠিত হচ্ছে না। নির্বাচন কমিশন ঘোষিত সময়সীমা অনুযায়ী ৩০ ডিসেম্বরে শুধু বদরগঞ্জ পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ইতোমধ্যে প্রধান দুই দলসহ জাতীয় পার্টি তাদের প্রার্থী চূড়ান্ত করেছে। দলীয় মনোনয়ন পেয়ে এবার আওয়ামী লীগ থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন বর্তমান মেয়র উত্তম কুমার সাহা। বিএনপি থেকে মনোনয়ন পেয়েছেন সাবেক সংসদ সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক পরিতোষ চক্রবর্তী। এছাড়াও জাতীয় পার্টি থেকে লাতিফুর কবীর, স্বতন্ত্র প্রার্থী হিসেবে সাবেক ছাত্রলীগ নেতা ও বদরগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক এবং রংপুর জেলা ইট-ভাটা মালিক সমিতির সাধারণ সম্পাদক আজিজুল হক এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের আব্দুল বাকি।স্থানীয় সূত্র জানায়, আওয়ামী লীগ থেকে বদরগঞ্জ উপজেলা যুবলীগের আহ্বায়ক হাসান তরিকুর চৌধুরী পলিন মনোয়ন পেতে দৌঁড়ঝাপ করলেও শেষ পর্যন্ত দল মনোনয়ন না দেওয়ায় তিনি সরে দাঁড়ান এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবেও নির্বাচনে তিনি অংশ নিচ্ছেন না বলে একাধিক সূত্র নিশ্চিত করেছেন।১৯৯৯ সালে বদরগঞ্জ পৌরসভা প্রতিষ্ঠার পর ২০০১ সালে প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয়। সেই থেকে মেয়রের দায়িত্ব পালন করছেন পৌর আওয়ামী লীগের সভাপতি উত্তম কুমার সাহা। জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, বদরগঞ্জ পৌরসভার ৯টি ওয়ার্ডে মোট ভোটার ১৭ হাজার ৪শ’ ৮১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৮ হাজার ৭শ’ ৪জন ও নারী ভোটার ৮ হাজার ৭শ’ ৭৭জন। জিতু কবীর/এসএস/পিআর
Advertisement