জাতীয়

ফিটনেসবিহীন যানবাহনের অভিযান চলবে : ওবায়দুল কাদের

পূর্ব ঘোষণা ছাড়াই দেশের যেকোনো স্থানে যেকোনো সময়ে ফিটনেসবিহীন যানবাহনের বিরুদ্ধে অভিযান চলবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুবিভাগ মন্ত্রী ওবায়দুল কাদের। বুধবার দুপুরে গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক চার লেনে উন্নীতকরণের  কাজ পরিদর্শনে এসে এ কথা বলেন মন্ত্রী। তিনি বলেন, গত ১০ নভেম্বর থেকে এই অভিযান শুরু হয়েছে। এতে সাময়িক দুর্ভোগ হলেও দেশের সড়ক নিরাপত্তার জন্য এ দুর্ভোগ জনগণকে মেনে নিতে হবে। মন্ত্রী আরও বলেন, প্রথম দিন সারাদেশে ফিটনেসবিহীন যানবাহন ও লাইসেন্সবিহীন চালকের  বিরুদ্ধে অভিযানে ২ হাজার ২ শ ৬৫ টি মামলা, ১৬ লাখ ৯১ হাজার ৪১০ টাকা জরিমানা, ২১ জনের কারাদণ্ড ও ৬৫ টি গাড়ি ডাম্পিং করা হয়েছে। পরিদর্শনকালে মন্ত্রীর সাথে সড়ক ও জনপথের ঢাকা সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবতাব উদ্দিন আহমেদ খান, গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশিদসহ সড়ক বিভাগের উর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Advertisement