বিনোদন

প্রতিবাদী যুবক নিশো

প্রতিবাদী যুবক নিশো

সমাজে অন্যায় অবিচার কোনোভাবেই সহ্য করেন না তিনি। সবসময় তিনি অন্যায়ের বিরুদ্ধে লড়ে যান। এ জন্য তাকে একসময় সন্ত্রাসীদের হামলার শিকার হতে হয় এবং মিথ্যে মামলায় জড়াতে হয়। তবে যুবক কখনো থেমে থাকেননি। কোনো সময় শোষন আর জুলুমের সাথে আপোষ করেননি। এমনই এক অকুতোভয় প্রতিবাদী যুবকের ভূমিকায় ধারাবাহিক নাটক ‘চেহারা’-তে দেখা যাবে ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা আরফান নিশোকে।নাটকটি প্রসঙ্গে নিশো বলেন, ‘নাটকের মাধ্যমে সমাজের নানা অন্যায়ের দিক তুলে ধরা হয়েছে। আর প্রতিবাদী যুবকের চরিত্রটি উপস্থাপন করতে গিয়ে ভিন্ন অভিজ্ঞতা অর্জন হয়েছে আমার। চরিত্রটি নিয়ে আমি আশাবাদী এবং দর্শকের কাজটি ভালো লাগবে বলে বিশ্বাস করি।’‘চেহারা’ নাটকটি রচনা ও পরিচালনা করেছেন মুহাম্মদ জিয়াউদ্দিন। নিশো ছাড়াও নাটকটিতে আরো অভিনয় করবেন শম্পা রেজা, সানজিদা প্রীতি, লুৎফর রহমান জর্জ, মাজনুন মিজান, শামীমা তুষ্টি প্রমুখ।নির্মাতা জানালেন, বর্তমানে নাটকটির চিত্রায়ন চলছে। যতদ্রুত সম্ভব এটি একটি বেসরকারি চ্যানেলে প্রচারিত হবে।এনই/এলএ

Advertisement