দেশজুড়ে

লোকালয় থেকে বিরল প্রজাতির লজ্জাবতী বানর উদ্ধার

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় বিরল প্রজাতির একটি লজ্জাবতী বানর উদ্ধার করা হয়েছে।

Advertisement

বৃহস্পতিবার (২০ মে) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নির্দেশে উদ্ধার বানরটিকে পাবলাখালী বন্যপ্রাণী অভয়ারণ্যে অবমুক্ত করা হয়।

এর আগে বুধবার (১৯ মে) রাত ১০টায় বাঘাইছড়ি পৌরসভার মুসলিম ব্লক ইমাম পাড়া এলাকায় এক শিক্ষকের বাড়ির আঙ্গিনা থেকে বানরটি উদ্ধার করেন স্থানীয়রা। খবর দেয়া হলে বনবিভাগের লোকজন রাতেই বানরটিকে উদ্ধার করে নিয়ে যায়।

বাঘাইছড়ি বন কর্মকর্তা ময়নুল হক জানান, রাতেই খবর পেয়ে বানরটিকে উদ্ধার করে বৃহস্পতিবার সকালে পাবলাখালী অভয়ারণ্যে অবমুক্ত করা হয়েছে।

Advertisement

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফুল ইসলাম বলেন, বন উজাড়ের কারণে বন্য প্রাণীদের আবাস স্থলের ক্ষতি ও খাদ্যের সঙ্কট দেখা দিয়েছে। তাই খাদ্যের খোঁজে বিভিন্ন সময় প্রাণীরা লোকালয়ে ঢুকে পড়ছে।

শংকর হোড়/এসজে/এএসএম