দেশজুড়ে

বি. বাড়িয়ায় বিশ্ব ইজতেমা শুরু বৃহস্পতিবার

বৃহস্পতিবার থেকে ব্রাহ্মণবাড়িয়ায় শুরু হচ্ছে টঙ্গী বিশ্ব ইজতেমার একাংশ। জেলা ইজতেমা কমিটির উদ্যোগে তিতাস নদীর তীরবর্তী সদর উপজেলার শালগাঁও কালিসীমা গ্রামের চৌদ্দ মৌজা ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হতে যাওয়া এই ইজতেমার সকল প্রস্তুতি ইতোমধ্যেই সম্পন্ন করেছেন আয়োজকরা।প্রথমবারের মতো ব্রাহ্মণবাড়িয়ায় অনুষ্ঠিত হতে যাওয়া এই ইজতেমায় দেশি-বিদেশি কয়েক লাখ মুসল্লির সমাগম ঘটবে বলে আশা করছেন আয়োজকরা।আয়োজকরা জানিয়েছে, ইজতেমা মাঠে আগত দেশি-বিদেশি মুসল্লিদের জন্য বিশুদ্ধ খাবার পানি, টয়লেট, অজুখানাসহ আনুষাঙ্গিক সব কিছুর ব্যবস্থা করা হয়েছে। এছাড়া ইজতেমা সফল করতে জেলার বিভিন্ন স্থান থেকে আসা কয়েকশ’ স্বেচ্ছাসেবক দিনরাত কাজ করছেন। তিন দিনব্যাপি এই ইজতেমা আগামী ৫ ডিসেম্বর আখেরি মুনাজাতের মধ্য দিয়ে শেষ হবে।এদিকে ইজতেমাকে কেন্দ্র করে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে ইজতেমা মাঠ ও এর আশপাশ এলাকায় জেলা পুলিশের পক্ষ থেকে নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের সহকারী পুলিশ সুপার (এএসপি) তাপস রঞ্জন ঘোষ জাগো নিউজকে বলেন, ইজতেমা মাঠের সার্বিক চিত্র পর্যবেক্ষণ ও নিরাপত্তায় ৫০টি ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরা স্থাপন করা হয়েছে। এছাড়া ইজতেমাকে কেন্দ্র করে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে ইজতেমা মাঠ ও এর আশপাশ এলাকায় পুলিশের পাশাপাশি, র্যাব, বিজিবি ও নৌ পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করবেন।আজিজুল আলম সঞ্চয়/এসএস/আরআইপি

Advertisement