আন্তর্জাতিক

ইসরায়েল একটি বর্ণবাদী রাষ্ট্র : দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট

দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাপোসা বলেছেন, ফিলিস্তিনিদের সঙ্গে ইসরায়েল যে আচরণ করছে তা বর্ণবাদ যুগের দক্ষিণ আফ্রিকার সঙ্গে সাদৃশ্যপূর্ণ।

Advertisement

বুধবার এক টেলিভিশন সাক্ষাত্কারে তিনি এই মন্তব্য করেন। আল জাজিরার প্রতিবেদনে এই তথ্য জানা যায়।

তিনি বলেন, ফিলিস্তিনিরা তাদের নিজস্ব আত্ম-নিয়ন্ত্রণাধিকার চায়, তারা নিজস্ব একটা রাষ্ট্র চায়। তারা তাদের নিজস্ব বিষয়গুলো নিজেরা সমাধান করতে চায় এবং চায় পূর্ণাঙ্গ স্বাধীনতা। যাতে তাদের চলাচলে কোনো সীমাবদ্ধতা তৈরি না হয়।

রামাপোসা বলেন, ইসরায়েলিরা যেভাবে ফিলিস্তিনিদের অধিকারকে অস্বীকার করে আসছে, যেভাবে তারা এই অঞ্চলে বোমা হামলা চালিয়ে আসছে, এটিকে সহজেই ‘বর্ণবাদী রাষ্ট্র’ হিসেবে চিহ্নিত করা যেতে পারে।

Advertisement

‘ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলিরা কী করছে তা বর্ণনা করার মতো ভাষা আমার জানা নেই’, যোগ করেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাপোসা।

এআরএ/এএসএম