দেশজুড়ে

খুলনার করোনা ডেডিকেটেড হাসপাতালে আরও দুজনের মৃত্যু

খুলনায় করোনাভাইরাসে নতুন করে আরও দুজনের মৃত্যু হয়েছে। মৃতরা হলেন- বাগেরহাটের মোংলা উপজেলার সোনা বড়ু (৬০) ও শরণখোলা উপজেলার মো. আব্দুল মজিদ (৭৫)। এ নিয়ে খুলনার করোনা ডেডিকেটেড হাসপাতালে মোট ২৫০ জনের মৃত্যু হলো।

Advertisement

বিষয়টি নিশ্চিত করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার সুহাস রঞ্জন হালদার জানান, খুলনা করোনা হাসপাতালে বর্তমানে ৬১ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। রেডজোনে ৩৭ জন এবং ইয়োলো জোনে ২৪ জন। এর মধ্যে আইসিইউতে রয়েছেন ছয়জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৮ জন।

হাসপাতাল সূত্রে জানা যায়, বুধবার করোনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোনা বড়ু নামে এক নারী মারা যান। তিনি বাগেরহাটের মোংলা উপজেলার এজেম্বার মোল্লার স্ত্রী।

এর আগে মঙ্গলবার (১৮ মে) দিবাগত রাত সোয়া একটায় একই স্থানে চিকিৎসাধীন অবস্থায় মো. আব্দুল মজিদ নামে আরেক রোগীর মৃত্যু হয়। তিনি বাগেরহাটের শরণখোলার বাসিন্দা ছিলেন। গত ১০ মে তিনি খুলনা করোনা হাসপাতালে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

Advertisement

এদিকে খুলনা মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা. মেহেদী নেওয়াজ জানান, বুধবার রাতে খুলনা মেডিকেল কলেজের আরটি পিসিআর ল্যাবে ৪৭০ জনের নমুনা পরীক্ষায় ৬৪ জনের করোনা পজিটিভ এসেছে। যার মধ্যে খুলনা জেলা ও মহানগরীর ৫০ জনের করোনা শনাক্ত হয়েছে। এছাড়া বাগেরহাটের সাতজন, সাতক্ষীরার একজন, চট্টগ্রামের একজন, ঢাকার একজন, যশোরের একজন, পিরোজপুরের একজন, গোপালগঞ্জের একজন ও ঝিনাইদহের একজনের করোনা শনাক্ত হয়েছে।

আলমগীর হান্নান/এমআরআর/এমকেএইচ