খেলাধুলা

মিলজার-মেহেদির পর জহির রায়হান

দীর্ঘ ২৯ বছর পর অলিম্পিক গেমসে ৪০০ মিটার ইভেন্টে দেখা যাবে বাংলাদেশের কোনো অ্যাথলেটকে। ১৯৮৮ সালে সিউল অলিম্পিকে মিলজার হোসেন ও ১৯৯২ সালে বার্সেলোনা অলিম্পিকে মোহাম্মদ মেহেদি হাসান অংশ নিয়েছিলেন এই ইভেন্টে। টোকিও অলিম্পিকে দেখা যাবে জহির রায়হানকে ৪০০ মিটারে অংশ নিতে।

Advertisement

বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশন ঘরোয়া ও আন্তর্জাতিক আসরের পারফরম্যান্স বিবেচনা করে এবার জহির রায়হানকে মনোনীত করেছে। দেশের দ্রুততম মানব মোহাম্মদ ইসমাইল ও দ্রুততম মানবী শিরিন আক্তারকে পেছনে ফেলে বিশ্বের সবচেয়ে বড় ও মর্যাদার গেমসের টিকিট পেলেন শেরপুরের যুবক জহির।

জহির রায়হানকে অভিনন্দন জানিয়ে এই ইভেন্টে বাংলাদেশের প্রথম অ্যাথলেট হিসেবে অংশ নেয়া মিলজার হোসেন বলেছেন, ‘আমাদের দেশের প্রেক্ষাপটে অলিম্পিক গেমসের সেমিফাইনালে যাওয়া কঠিন। তবে যে যখনই অংশ নিয়েছেন সবার লক্ষ্য ছিল নিজের সেরা টাইমিং করা। আশা করি, জহির রায়হান নিজের সেরা টাইমিংটাই করতে পারবে অলিম্পিকে। আমরা যে সুযোগ সুবিধা পেয়েছি তার চেয়ে এখনকার অ্যাথলেটরা বেশি পাচ্ছে। তাই তাদের ভালো করা উচিত।’

অলিম্পিকে যাবেন দেশের দ্রুততম মানব ও দ্রতিতম মানবী- এটাই যেন রেওয়াজে পরিণত হয়েছিল। ১৯৮৪ সালে লস এঞ্জেলসে সাইদুর রহমান ডনের ১০০ ও ২০০ মিটার স্প্রিন্টে অংশ নেয়ার মাধ্যমে অলিম্পিকে পা পড়া শুরু বাংলাদেশের অ্যাথলেটদের। ১৯৮৮ সালে সিউলে বাংলাদেশ অংশ নিয়েছিল অ্যাথলেটিকসের ৬ ইভেন্ট। এর মধ্যে ৪০০ ও ৮০০ মিটারে অংশ নিয়েছিলেন মিলজার হোসেন।

Advertisement

১৯৯২ সালে বার্সেলোনা অলিম্পিকে ৪০০ মিটারে অংশ নিয়েছিলেন মোহাম্মদ মেহেদী হাসান। তারপর দীর্ঘদিন এই ইভেন্টে কাউকে অলিম্পিকে পাঠায়নি বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশন।

২০১৬ রিও অলিম্পিকে অংশ নিয়েছিলেন ১০০ মিটারে মেজবাহ আহমেদ ও শিরিন আক্তার, ২০১২ লন্ডন অলিম্পিকে অংশ নিয়েছিলেন ১০০ মিটারে মোহন খান, ২০০৮ বেইজিং অলিম্পিকে অংশ নিয়েছিলেন ১০০ মিটারে আবু আবদুল্লাহ ও নাজমুন নাহার বিউটি, ২০০৪ অ্যাথেন্স অলিম্পিকে অংশ নিয়েছিলেন ১০০ মিটারে মোহাম্মদ শামসুদ্দিন, ২০০০ সিডনি অলিম্পিকে অংশ নিয়েছিলেন ১০০ মিটার ফৌজিয়া হুদা জুঁই ও ২০০ মিটারে মাহবুব আলম।

১৯৯৬ আটলান্টা অলিম্পিকে অংশ নিয়েছিলেন ১০০ মিটারে বিমল তরফদার ও লংজাম্পে নিলুফার ইয়াসমিন, ১৯৯২ বার্সেলোনা অলিম্পিকে অংশ নিয়েছিলেন ১০০ মিটারে গোলাম আম্বিয়া, ২০০ মিটারে শাহানুর চৌধুরী, ৪০০ মিটারে মেহেদী হাসান, ১০০ মিটার রিলেগে গোলাম আম্বিয়া, শাহানুর চৌধুরী, মেহেদী হাসান ও শাহ জালাল মোবিন।

১৯৮৮ সিউল অলিম্পিকে অংশ নিয়েছিলেন ১০০ মিটারে শাহ জালাল মোবিন, ২০০ মিটারে শাহ আলম, ৪০০ ও ৮০০ মিটারে মিলজার হোসেন, ১০০ মিটার রিলেতে শাহ আলম, শাহানুর চৌধুরী, মিলজার হোসেন ও শাহ জালাল মোবিন এবং ১৯৮৪ লস এঞ্জেলস অলিম্পিকে অংশ নিয়েছিলেন ১০০ ও ২০০ মিটারে সাইদুর রহমান ডন।

Advertisement

আরআই/আইএইচএস