দেশজুড়ে

রোজিনার মুক্তির দাবিতে উত্তাল সারাদেশ

সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্তা ও তার বিরুদ্ধে মামলার ঘটনায় দেশজুড়ে প্রতিবাদের ঝড় উঠেছে। বুধবারও (১৯ মে) তার মুক্তির দাবিতে বিভিন্ন জেলায় বিক্ষোভ-সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

Advertisement

জাগো নিউজের নিজস্ব প্রতিবেদক, বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, জেলা প্রতিনিধি ও উপজেলা প্রতিনিধিদের পাঠানো খবর-

ময়মনসিংহ : দুপর ১২টায় ময়মনসিংহ প্রেস ক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সাংবাদিক ইউনিয়নের সভাপতি আতাউল করিম খোকন, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক বাবুল হোসেন, সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মীর গোলাম মোস্তফা, টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি অমিত রায়, সাংবাদিক বহুমুখি সমবায় সমিতির সভাপতি মোশাররফ হোসেন প্রমুখ।

মুন্সিগঞ্জ : বেলা সাড়ে ১১টায় মুন্সিগঞ্জ প্রেস ক্লাব সভাপতি মীর নাছির উদ্দিন উজ্জ্বলের সভাপতিত্বে আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন ক্লাবের সাবেক সভাপতি শহীদ-ই-হাসান তুহিন, সাবেক সাধারণ সম্পাদক ভবতোষ চৌধুরী নূপুর, সাধারণ সম্পাদক মামুনুর রশিদ খোকা, সাংবাদিক গোলজাল হোসেন, ফারহানা মির্জা, মইন উদ্দিন আহমেদ সুমন, জুয়েল রানা ও মাসুদ রানা প্রমুখ।

Advertisement

নওগাঁ প্রতিনিধি : বেলা ১১টার নওগাঁ প্রেস ক্লাবের সামনে ও শহরের মুক্তির মোড়ে রোজিনার ইসলামের মুক্তির দাবিতে পৃথক কর্মসূচি পালিত হয়। এসময় নওগাঁ প্রেস ক্লাবের সভাপতি বিশ্বজিৎ সরকার মনির, সাধারণ সম্পাদক মীর মোশারফ হোসেন জুয়েল, সাংবাদিক রায়হানুল আলম, হারুন অর রশীদ চৌধুরী, রিফাত হোসাইন সবুজ, ওমর ফারুক, সাদেকুল ইসলাম, মোফাজ্জল হোসেন, এম আর রকি, মাহমুদুন নবী বেলাল ও তন্ময় ভৌমিক প্রমুখ বক্তব্য রাখেন।

বরিশাল : সকাল সাড়ে ৯ টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত সাংবাদিক ইউনিয়ন, বরিশাল প্রেস ক্লাব ও বরিশাল ইলেক্ট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন (বিইমজা), বরিশাল টেলিভিশন ক্যামেরাপার্সন জার্নালিস্ট এসোসিয়েশন, বরিশাল ফটো জার্নালিস্ট এসোসিয়েশন, বিমান বন্দর থানা প্রেসক্লাব, অনলাইন প্রেসক্লাব, সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি, বরিশাল এয়ারপোর্ট প্রেস ক্লাব, জাতীয় সাংবাদিক সোসাইটি, বরিশাল ফটো সাংবাদিক ঐক্য পরিষদ, তরুণ সাংবাদিক ঐক্য পরিষদ, বরিশাল সাংবাদিক পরিষদ, বরিশাল মেট্রোপলিটন প্রেস ক্লাব ও বরিশাল বাম গণতান্ত্রিক জোট বরিশাল জেলা শাখা পৃথকভাবে কর্মসূচি পালন করে।

কিশোরগঞ্জ : সকালে শহরের সৈয়দ নজরুল ইসলাম চত্বরে আয়োজিত মানববন্ধনে বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ডা. আ.ন.ম নৌশাদ খান, জেলা প্রেস ক্লাব সভাপতি মোস্তফা কামাল, সাংবাদিক সাইফুল হক মোল্লা দুলু, বিজয় রায় খোকা, আশরাফুল ইসলাম, আলম সারোয়ার টিটু, শরীফ আলম, সাইফুল মালেক চৌধুরী, তাফসিলুল আজিজ, শহিদুল ইসলাম পলাশ, খায়রুল আলম ফয়সাল, টিটু দাস, আব্দুল্লাহ আল মামুন পলাশ ও কবি বাঁধন রায় প্রমুখ উপস্থিত ছিলেন।

গাজীপুর : জেলা পুলিশ সুপার কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন ও বিক্ষোভে সভাপতিত্ব করেন শরীফ আহমেদ শামীম। বক্তব্য রাখেন দৈনিক সংবাদের অধ্যাপক মুকুল কুমার মল্লিক, একাত্তর টিভির ইকবাল আহমদ সরকার, ইত্তেফাকের মুজিবুর রহমান, জাগো নিউজের মো. আমিনুল ইসলাম, প্রথম আলোর মাসুদ রানা, দিনকালের দেলোয়ার হোসেন, যুগান্তরের শাহ সামসুল হক রিপন, আমাদের সময়ের মোহাম্মদ আলম ও ডেইলি সানের আসাদুজ্জামান সাদ প্রমুখ।

Advertisement

রাজশাহী বিশ্ববিদ্যালয় : বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাব, বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (রাবিসাস) এবং বিশ্ববিদ্যালয় রিপোর্টাস ইউনিটির সভাপতি ও সাধারণ সম্পাদকরা পৃথক বিবৃতিতে রোজিনা ইসলামকে আটকে রেখে হেনস্তা, উদ্দেশ্যপ্রণোদিত মামলা এবং গ্রেফতারের ঘটনায় তীব্র নিন্দা ও নিঃশর্ত মুক্তির দাবি জানান।

নাটোর : সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত ঘণ্টাব্যাপী মানববন্ধনে ইউনাইটেড প্রেস ক্লাবের সভাপতি রেজাউল করিম রেজা, সাধারণ সম্পাদক মাহবুব হোসেন, প্রথম আলোর মুক্তার হোসেন, সাংবাদিক নবিউর রহমান পিপলু, বুলবুল আহমেদ, জুলফিকার হায়দার জোসেফ, আল মামুন, নাজমুল হাসান ও আব্দুল হাকিম প্রমুখ বক্তব্য রাখেন।

ভোলা : বেলা ১১টায় ভোলা প্রেস ক্লাব মিলনায়তনে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন দৈনিক বাংলার কণ্ঠ সম্পাদক এম হাবিবুর রহমান, দৈনিক আজকের ভোলার সম্পাদক মো. শাওকত হোসেন, প্রেসক্লাব সাধারণ সম্পাদক আফজাল হোসেন, বাংলাদেশ প্রতিদিনের জুন্নু রায়হান, জনকণ্ঠের হাসিব রহমান, সময় টিভির নাছির উদ্দিন লিটন, একুশে টিভির মেজবাউদ্দিন শিপু প্রমুখ।

নড়াইল : শহরের নড়াইল প্রেসক্লাবের সামনে মানববন্ধনে বক্তব্য রাখেন প্রেস ক্লাব সভাপতি এনামুল কবির টুকু, সহ-সভাপতি নাইমুর রহমান ফিরোজ, সাধারণ সম্পাদক মো. শামীমুল ইসলাম টুলু, দৈনিক ওশানের সম্পাদক অ্যাডভোকেট মো. আলমগীর সিদ্দিকী, নড়াইল কন্ঠের সম্পাদক কাজী হাফিজুর রহমান, প্রথম আলোর মারুফ সামদানি, দি ইন্ডিপেন্ডেন্টের মলয় কান্তি নন্দী ও কালের কন্ঠের সাইফুল ইসলাম তুহিন প্রমুখ।

সাভার : বেলা ১১টায় ঘণ্টাব্যাপী সাভার প্রেসক্লাব ও ধামরাই প্রেসক্লাবের সামনে পৃথক কর্মসূচি পালিত হয়। এসময় বক্তারা রোজিনা ইসলামের দ্রুত মুক্তির দাবি জানান।

পটুয়াখালী : বেলা ১১টায় প্রেস ক্লাব দুমকির সভাপতি অধ্যক্ষ জসীম উদ্দিন সুমনের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মো. মুজিবুর রহমান, সহ-সভাপতি হারুন-অর রশিদ, সাংবাদিক কামাল হোসেন ও মো. সাইফুল ইসলাম প্রমুখ। একই সময় আরেকটি কর্মসূচিতে বাউফল প্রেস ক্লাবের সভাপতি মো. কামরুজ্জামান বাচ্চু, সাবেক সহ-সভাপতি মো. হারুন অর রশিদ খান, সাধারণ সম্পাদক অহিদুজ্জামান ডিউক প্রমুখ বক্তব্য রাখেন।

মৌলভীবাজার : দুপুর ১২টায় প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে ক্লাব সভাপতি এম. এ সালাম, সাধারণ সম্পাদক পান্না দত্ত, সাবেক সভাপতি আব্দুল হামিদ মাহবুব, সাবেক সাধারণ সম্পাদক এস.এম উমেদ আলী, প্রথম আলোর আকমল হোসেন নিপু ও সাংবাদিক সালেহ এলাহি কুটি প্রমুখ বক্তব্য রাখেন।

কুমিল্লা : সাংবাদিক রোজিনা ইসলামের মুক্তির দাবীতে কুমিল্লা টেলিভিশন সাংবাদিক ফোরাম, ফটো সাংবাদিক ফেরাম, বাংলাদেশ যুব অধিকার পরিষদ ও কুমিল্লায় কর্মরত গণমাধ্যমকর্মীদের ব্যানারে মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

গোপালগঞ্জ : সকাল ১০টায় প্রেস ক্লাবের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধনে ক্লাবের মহাসচিব সৈয়দ মিরজুল ইসলাম, রিপোর্টাস ফোরামের সাধারণ সম্পাদক এসএম নজরুল ইসলাম, টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক রাজীব আহম্মেদ রাজু প্রমুখ বক্তব্য রাখেন।

বেনাপোল : বেনাপোল প্রেস ক্লাবের সভাপতি মহসিন মিলনের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বাংলাদেশ প্রতিদিনের বকুল মাহবুব, বেনাপোল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এম আর রহমান রাশু, এটিএন বাংলার আহমদ আলী শাহীন, দৈনিক সংবাদের দেবুল কুমার দাস, চ্যানেল আইয়ের সাজেদুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।

ফরিদপুর : বেলা ১১টায় ফরিদপুর প্রেস ক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকীর সভাপতিত্বে মানববন্ধনে নাগরিক মঞ্চের সভাপতি আওলাদ হোসেন বাবর, সাংবাদিক অধ্যাপক মিজানুর রহমান মানিক, কমিউনিস্ট পার্টির সভাপতি রফিকুজ্জামান লায়েক, রাসিনের নির্বাহী পরিচালক আসমা আক্তার মুক্তা, বাসসের রেজাউল করিম ও মহিলা পরিষদের সভাপতি শিপ্রা রায় প্রমুখ বক্তব্য রাখেন।

চুয়াডাঙ্গা : শহরের শহীদ হাসান চত্বরে জেলা প্রেস ক্লাবের সভাপতি অ্যাডভোকেট মানিক আকবের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক সিদ্দিকুর রহমান, প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক অধ্যক্ষ হামিদুল হক মুন্সি, উদীচীর সাধারণ সাধারণ সম্পাদক হাবিবী জহির রায়হান, সাংস্কৃতিক সংগঠন অরন্দিমের সাধারণ সম্পাদক আব্দুস সালাম, আঞ্চলিক ইতিহাস গবেষক লেখক রাজিব আহমেদ প্রমুখ।

কুড়িগ্রাম : সকালে ফুলবাড়ি প্রেস সেন্টার, রাজারহাট প্রেস ক্লাবের সামনে ও দুপুরে উলিপুর পৌর শহরে ঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন বাংলাদেশ প্রতিদিনের আমিনুল ইসলাম, দৈনিক প্রতিদিনের উত্তম কুমার মোহন্ত, ভোরের পাতার জাকারিয়া শেখ ও এশিয়ান টেলিভিশনের জাহাঙ্গীর আলম প্রমুখ।

শেরপুর : দুপুরে শেরপুর প্রেস ক্লাবের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধনে ক্লাবের সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি মলয় মোহন বল, সাবেক সভাপতি রফিকুল ইসলাম আধার ও মনিরুল ইসলাম লিটন, সাবেক সাধারণ সম্পাদক সাবিহা জামান শাপলা, জেলা মানবাধিকার কমিশনের সভাপতি রাজিয়া সামাদ ডালিয়া, জনউদ্যোগ আহবায়ক আবুল কালাম আজাদ প্রমুখ বক্তব্য রাখেন।

ঝিনাইদহ : শহরের পায়রা চত্বরের মানববন্ধনে ক্রীড়া সংগঠক অজিত ভট্টার্চায্য, মানবাধিকারকর্মী শিবুপদ বিশ্বাস, প্রথম আলো প্রতিনিধি আজাদ রহমান, সমকাল প্রতিনিধি জামির হোসেন, মাই টিভি প্রতিনিধি মিঠু মালিথা ও কালেরকণ্ঠ প্রতিনিধি নয়ন খন্দকার প্রমুখ বক্তব্য রাখেন।

খাগড়াছড়ি : দুপর ১২টায় খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সভাপতি প্রদীপ চৌধুরী সভাপতিত্বে বক্তব্য রাখেন খাগড়াছড়ি প্রেস ক্লাবের সভাপতি জিতেন বড়ুয়া, সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি মো. নুরুল আজম, টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এইচ এম প্রফুল্ল ও খাগড়াছড়ি প্রেস ক্লাবের সহ-সভাপতি জহুরুল আলম প্রমুখ।

যশোর : শহরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সড়কে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন যশোর সংবাদপত্র পরিষদের সভাপতি একরাম-উদ-দ্দৌলা, প্রেস ক্লাব যশোরের সম্পাদক আহসান কবীর, যশোর সাংবাদিক ইউনিয়নের সভাপতি ফারাজি আহমেদ সাঈদ বুলবুল, সাধারণ সম্পাদক আকরামুজ্জামান, যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শেখ দিনু আহম্মেদ, বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মনিরুজ্জামান মুনির প্রমুখ।

জামালপুর : শহরের ফৌজদারী মোড়ে ঘণ্টাব্যাপী প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি ইউসুফ আলী। এসময় বক্তব্য রাখেন জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শোয়েব হোসেন, সাংবাদিক এম এ জলিল, মুকুল রানা, শুভ্র মেহেদী, সচেতন নাগরিক কমিটি (সনাক) জামালপুরের সভাপতি অজয় কুমার পাল মানবাধিকার কমিশন জামালপুরের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, উদীচী জামালপুর সংসদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলী ইমাম দুলাল প্রমুখ।

বান্দরবান : সকাল ১০টায় বান্দরবান প্রেসক্লাবের সামনে মানববন্ধনে সাধারণ সম্পাদক মিনারুল হক, প্রথম আলোর বুদ্ধজ্যোতি চাকমা, বান্দরবান প্রেস ইউনিটির সভাপতি আলাউদ্দিন শাহারিয়ার, দৈনিক ইনকিলাবের মো. সাদাত উল্লাহ, সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মংসানু মার্মা, মাছরাঙ্গা টেলিভিশনের কৌশিক দাশ প্রমুখ।

স্টামফোর্ড বিশ্ববিদ্যাল : রোজিনা ইসলামকে হেনস্থায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় সাংবাদিক ফোরাম। ফোরামের সভাপতি হাসান ওয়ালী ও সাধারণ সম্পাদক আকরাম হোসেন বিবৃতিতে অবিলম্বে তার নিঃশর্ত মুক্তির দাবি করেন।

মির্জাপুর : বিকেলে মির্জাপুর রিপোর্টার্স ইউনিটি, উপজেলা জাতীয় সাংবাদিক সংস্থা ও প্রথম আলো বন্ধুসভা পৃথক কর্মসূচি পালিত হয়। কর্মসূচিতে মির্জাপুর কলেজের সাবেক অধ্যক্ষ সালাহ উদ্দিন আহমেদ, মির্জাপুর প্রেস ক্লাবের সভাপতি নিরঞ্জন পাল, সাবেক সভাপতি শামসুল ইসলাম ও নারী সাংবাদিক শিলা আক্তার প্রমুখ বক্তব্য রাখেন।

সিলেট : বেলা ৩টা থেকে ৪টা পর্যন্ত সিভিল সার্জন কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচিতে সভাপতিত্ব করেন আল আজাদ। ক্লাবের সাধারণ সম্পাদক ও জাগো নিউজের ছামির মাহমুদের সঞ্চালনায় বক্তব্য রাখেন সহ-সভাপতি মঈন উদ্দিন ও এস সুটন সিংহ, সিলেট সাংবাদিক ইউনিয়নের আহবায়ক লিয়াকত শাহ ফরিদী, সিলেট সিটি করপোরেশনের কাউন্সিলর সাংবাদিক নেতা রেজওয়ান আহমদ, বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির সভাপতি শেখ আশরাফুল আলম নাসির প্রমুখ।

চাঁদপুর : শহরের কালিবাড়ির মোড় শপথ চত্বরে চাঁদপুর প্রেসক্লাব, চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরাম ও বাংলাদেশ ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশন মানববন্ধন কর্মসূচি পালন করে।

আরএইচ/এমএস