জাতীয়

করোনায় মৃত্যু ৩৭, শনাক্ত ১৬০৮

করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২ হাজার ২৪৮ জনে।

Advertisement

একই সময়ে নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ৬০৮ জনে। এতে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৭ লাখ ৮৩ হাজার ৭৩৭ জনে।

বুধবার (১৯ মে) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, মৃত ৩৭ জনের মধ্যে সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২৬ জন, বেসরকারি হাসপাতালে ১০ জন এবং বাসায় একজন মারা যান। এদের মধ্যে বিশোর্ধ একজন, ত্রিশোর্ধ্ব তিনজন, চল্লিশোর্ধ্ব দুইজন, পঞ্চাশোর্ধ্ব সাতজন এবং ষাটোর্ধ ২৪ জন রয়েছেন।

Advertisement

একই সময়ে বিভাগওয়ারি দেখা গেছে, মৃত ৩৭ জনের মধ্যে ঢাকা বিভাগে ১৬ জন, চট্টগ্রাম ১৫ জন, খুলনা দুইজন, সিলেট দুইজন, রংপুর একজন এবং ময়মনসিংহ বিভাগে একজনের মৃত্যু হয়।

গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১ হাজার ৯২৩ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ৭ লাখ ২৬ হাজার ১৩২ জন।

একই সময়ে সরকারি ও বেসরকারি ৪৭৮টি ল্যাবরেটরিতে ২০ হাজার ৪৯৮টি নমুনা সংগ্রহ করা হয়। আর নমুনা পরীক্ষা করা হয় ২০ হাজার ৫২৮টি। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়াল ৫৭ লাখ ৫৫ হাজার ৪৪৬টি।

উল্লেখ্য, গত বছরের ৮ মার্চ বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়ে। এরপর একই বছরে ১৮ মার্চ দেশে প্রথম করোনা রোগীর মৃত্যু হয়।

Advertisement

এমইউ/জেডএইচ/এমএস