দেশজুড়ে

শান্তিচুক্তির ১৮ বছর পূর্তিতে শোভাযাত্রা

বান্দরবানে পার্বত্য শান্তিচুক্তির ১৮ বছর পূর্তি উপলক্ষে আনন্দ শোভাযাত্রা হয়েছে। বুধবার সকাল সাড়ে ৯টায় বান্দরবান পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে এ শোভাযাত্রা বের হয়। সকালে শোভাযাত্রাটি জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বান্দরবান রাজার মাঠে এসে শেষ হয়। এ সময় বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈ হ্লা র্মামা, বান্দরবান সেনা রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল নকিব আহমেদ, পুলিশ সুপার মিজানুর রহমানসহ সমাজের বিভিন্ন স্তরের মানুষ এ শোভাযাত্রায় অংশগ্রহণ করেন।বান্দরবান পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ক্য শৈ হ্লা মার্মা বলেন, শান্তিচুক্তির ২৮টি ধারার মধ্যে অনেক সফলতা আছে। ভূমি ব্যবস্থাপনার মতো এখনও কিছু সমস্যা রয়ে গেছে। সরকার শান্তি চুক্তি বাস্তবায়নে আন্তরিক।প্রসঙ্গত, পাহাড়ে শান্তি ফিরে আনার জন্য ১৯৯৭ সালের ২ ডিসেম্বর তৎকালীন প্রধানমন্ত্রীর উপস্থতিতিতে বাংলাদেশে রাষ্ট্রের পক্ষে আবুল হাসনাত আবদুল্লাহ এবং পাহাড়ি জনগোষ্ঠীর পক্ষে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমতিরি সভাপতি বাবু জ্যোতরিন্দ্র বোধপ্রিয় লারমা উরফে সন্তু লারমা এ চুক্তিতে স্বাক্ষর করেন। সরকার পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস) এর সঙ্গে চুক্তি স্বাক্ষর করেন। সৈকত দাশ/এসএস/পিআর

Advertisement