প্রবাস

নিউইয়র্কে পানিতে ডুবে বাংলাদেশি যুবকের মৃত্যু

নিউইয়র্কে পানিতে ডুবে বাংলাদেশি যুবকের মৃত্যু

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে পানিতে ডুবে মোহাম্মদ সাকিব চৌধুরী (২২) নামে এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় রোববার নগরীর কুইন্স এলাকায় একটি সুইমিং পুলে সাঁতার কাটতে গিয়ে পানিতে ডুবে মারা যান তিনি।

Advertisement

যুক্তরাষ্ট্রে জন্ম নেয়া সাকিব রোববার বেলা সাড়ে ৩টার দিকে কুইন্সের মেইন স্ট্রিটের রোজভেল্ট আইল্যান্ড জিমনেশিয়ামে যান। বিকেল ৪টার দিকে সাঁতারের জন্য সুইমিং পুলে ডাইভ দেন। পানিতে পড়ার পর তাকে ভাসতে দেখে লাইফ গার্ডরা সঙ্গে সঙ্গে পানিতে নেমে তাকে উদ্ধার করে অ্যাম্বুলেন্সে মাউন্ট সিনাই হাসপাতালে পাঠান।

হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক সাকিবকে মৃত ঘোষণা করেন। হাসপাতাল থেকে বাসায় ফোন দেয়া হলে পরিবারের সবাই হাসপাতালে যান। পরিবারের সম্মতিতে সোমবার সাকিব চৌধুরীর ময়নাতদন্তের পর পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।

সাকিব চৌধুরীর মরদেহ পার্কচেস্টার জামে মসজিদের নিজস্ব ফিউনারেল হোমে রাখা হয়েছে। মঙ্গলবার জোহরের নামাজের পর পার্কচেস্টার জামে মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হয়। পরে মসজিদের কবরস্থানে তাকে দাফন করা হয় বলে মসজিদের সেক্রেটারি নুরুল ইয়াহিয়া জানিয়েছেন।

Advertisement

ব্রংকসে বসবাসরত প্রবাসী শাহাজাহান চৌধুরী ও শাহীনা আক্তারের বড় ছেলে সাকিব হান্টার কলেজের শেষ বর্ষের শিক্ষার্থী ছিলেন। তাদের গ্রামের বাড়ি বাংলাদেশের কুমিল্লা জেলার লামপুর সদর দক্ষিণে।

এআরএ/জেআইএম