বাগেরহাটের মোংলা সমুদ্র বন্দরে আসা এলপিজি বহনকারী থাইল্যান্ডের পতাকাবাহী এমভি সুমি নামে একটি জাহাজের প্রধান প্রকৌশলী সুরিয়ার শরীরে করোনা শনাক্ত হয়েছে।
Advertisement
মঙ্গলবার (১৮ মে) বিকেলে ওই নাবিকের করোনা পজিটিভ রিপোর্ট হাতে পায় বন্দর কর্তৃপক্ষ। মোংলা বন্দরের হারবার মাস্টার কমান্ডার শেখ ফকর উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, সোমবার দুপুরে বিদেশি ওই জাহাজটি বন্দরে আসে। পশুর নদীর পাড়ে এনার্জিপ্যাক নামে এলপিজি কারখানায় ওই জাহাজ থেকে তরল গ্যাস খালাসও হয়। এর মধ্যেই ওই জাহাজের প্রধান প্রকৌশলী মি. সুরিয়ার জ্বর হয়। শারীরিক অবস্থার অবনতি হলে বন্দরের নিজস্ব স্বাস্থ্য দফতর পোর্ট হেলথের মাধ্যমে তাকে খুলনার গাজী মেডিকেলে ভর্তি করা হয়।
শেখ ফকর উদ্দিন আরও জানান, মঙ্গলবার নমুনা পরীক্ষায় তার করোনা পজিটিভ আসে। বিদেশি ওই জাহাজটি বন্দরের আইসোলেশন অ্যাংকর বেসক্রিকের চার নম্বর বয়ায় নোঙর করে রাখা হয়েছে।
Advertisement
মো. এরশাদ হোসেন রনি/এসজে/জেআইএম