আন্তর্জাতিক

সস্ত্রীক করোনায় আক্রান্ত পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী বুদ্ধদেব

পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য ও তার স্ত্রী মীরা ভট্টাচার্য করোনায় আক্রান্ত হয়েছেন। শ্বাসকষ্টের সমস্যা দেখা দেয়ায় মীরাকে মঙ্গলবার (১৮ মে) রাতে হাসপাতালে ভর্তি করা হয়। আর বুদ্ধদেব ভট্টাচার্য বাড়িতেই চিকিৎসা নিচ্ছেন।

Advertisement

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়েছে, বুদ্ধদেব ভট্টাচার্যের শরীরে অক্সিজেনের মাত্রা এখনো উদ্বেগজনক নয়। তবে যেহেতু তিনি দীর্ঘদিনের সিওপিডির রোগী তাই তাকে বাড়িতে রেখে চিকিৎসা করাতে চাইছেন না তার দল ভারতের কমিউনিষ্ট পার্টির (সিপিএম) নেতারা। তবে বুদ্ধদেব ভট্টাচার্য হাসপাতালে যেতে রাজি নন বলেই জানিয়েছেন তারা। পরিস্থিতি বিবেচনা করে সিদ্ধান্ত নেয়া হবে।

এদিকে করোনা মহামারির কারণে দীর্ঘদিন ধরেই বুদ্ধদেব ভট্টাচার্য ও তার স্ত্রী তেমন বাড়ির বাইরে বের হন না। এবার ভোটও দিতে যাননি তিনি।

তবে গত কয়েকদিন ধরে শারীরিক সমস্যা দেখা দেয়ায় তাদের করোনা পরীক্ষা করা হয়। মঙ্গলবার সকালে সেই রিপোর্ট পজিটিভ আসে।

Advertisement

এমআরআর