করোনাভাইরাস রোধে সরকার ঘোষিত নিষেধাজ্ঞা অমান্য করা, লাইসেন্স ব্যতীত ও লাইসেন্সের শর্ত ভঙ্গ করে ব্যবসা করা এবং স্বাস্থ্যবিধি না মানায় ৯টি মামলায় ৫৮ হাজার ৬০০ টাকা জরিমানা আদায় করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) ভ্রাম্যমাণ আদালত।
Advertisement
মঙ্গলবার (১৮ মে) ডিএনসিসির ৩ নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত ফেরদৌস পরিচালিত ভ্রাম্যমাণ আদালত পাঁচটি মামলায় ৩০ হাজার ৬০০ টাকা, একই অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট পারসিয়া সুলতানা প্রিয়াংকা পরিচালিত ভ্রাম্যমাণ আদালত তিনটি মামলায় ২৫ হাজার এবং ৪ নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট সালেহা বিনতে সিরাজ পরিচালিত ভ্রাম্যমাণ আদালত একটি মামলায় ৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এভাবে মোট ৯টি মামলায় আদায়কৃত জরিমানার মোট পরিমাণ ৫৮ হাজার ৬০০ টাকা।
এসময় মাইকিং করে জনসচেতনতামূলক বার্তা প্রচার করা হয়, হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক বিতরণ করা হয় এবং সবাইকে সরকারের নির্দেশনাসহ স্বাস্থ্যবিধি যথাযথভাবে মেনে চলার পরামর্শ দেয়া হয়।
এমএমএ/এএএইচ/এমএস
Advertisement