পেশাগত দায়িত্ব পালনকালে প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে মানসিক-শারীরিকভাবে হেনস্তার নিন্দা এবং তার বিরুদ্ধে করা মামলা থেকে নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছে বাংলাদেশ হিন্দু পরিষদ।
Advertisement
মঙ্গলবার (১৮ মে) সংগঠনটির সাধারণ সম্পাদক সাজন কুমার মিশ্র সই করা এক বিজ্ঞপ্তিতে এসব জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে সংবাদ সংগ্রহকালে অন্যায়ভাবে সচিবালয়স্থ কক্ষে আটক ও শারীরিক-মানসিক হেনস্তা সমগ্র জাতীয় জীবনে এক অশনিসংকেত।
জাতির বিবেকখ্যাত সাংবাদিকের ওপর এহেন বর্বোরোচিত ঘটনায় বাংলাদেশ হিন্দু পরিষদের পক্ষ থেকে তীব্র নিন্দাসহ অনতিবিলম্ব সাংবাদিক রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তির দাবি জানাচ্ছি।
Advertisement
পিডি/এমআরএম/জিকেএস