দেশজুড়ে

সাংবাদিক রোজিনার মুক্তির দাবিতে সারাদেশে বিক্ষোভ

অনুসন্ধানী সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্তা ও মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ মে) এ কর্মসূচি পালিত হয়।

Advertisement

জাগো নিউজের নিজস্ব প্রতিবেদক ও জেলা প্রতিনিধিদের পাঠানো খবর-

বরিশাল : দুপুর সাড়ে ১২টায় নগরীর সদর রোড টাউন হলের সামনে বরিশাল রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে মানবন্ধন পালিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক (বরিশাল) এম জসীম উদ্দীন, বরিশাল রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি ও দ্যা ডেইলি স্টারের বরিশাল প্রতিনিধি সুশান্ত ঘোষ, সাধারণ সম্পাদক মিথুন সাহা প্রমুখ।

বগুড়া : শহরের প্রাণকেন্দ্র সাতমাথায় দুপুর ১২টায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বগুড়া সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট এ সমাবেশের আয়োজন করে।

Advertisement

গাজীপুর : বেলা ১১টায় মুখে কালো মাস্ক পরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেন শ্রীপুরে প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা।

শ্রীপুর প্রেস ক্লাবের আহ্বায়ক ফজলে মমিন আকন্দের সভাপতিত্বে যুগ্ন- আহ্বায়ক রাতুল মন্ডলের সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন দৈনিক ইনকিলাবের শ্রীপুর প্রতিনিধি আব্দুল মতিন, দৈনিক আমাদের সময়ের আব্দুল লতিফ, দৈনিক যুগান্তরের আব্দুল মালেক, দিন পরিবর্তনের শফিকুল ইসলাম, দৈনিক সমকালের ইজাজ আহমেদ মিলন, দৈনিক সংগ্রামের আবুল কালাম আজাদ, প্রথম আলোর সাদেক মৃধা, আমাদের নতুন সময়ের মোতাহার থান, সময় টেলিভিশনের রাজিবুল হাসান, যায়যায়দিনের আলফাজ সরকার আকাশ, সাংবাদিক জামাল উদ্দিন, সোলায়মান মোহাম্মদ, মাহমুদুল হাসান, ইকবাল হাসান মাহফুজ প্রমুখ।

খুলনা : দুপুরে প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেন খুলনার পেশাদার সাংবাদিকরা। মানববন্ধনে বক্তৃতা দেন খুলনা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক হাসান মোল্লা, সিনিয়র সাংবাদিক শেখ দিদারুল আলম, মামুন রেজা, মোস্তফা সরোয়ার, মিজানুর রহমান মিল্টন, মাহবুবুর রহমান মুন্না, কৌশিক দে, মোস্তফা জামাল পপলু প্রমুখ।

মেহেরপুর : দুপুরে গাংনী প্রেস ক্লাবের উদ্যোগে প্রতিবাদ সভা হয়েছে। অনুষ্ঠানে গাংনী প্রেস ক্লাব সভাপতি রমজান আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মাহবুব আলম, সাবেক সাধারণ সম্পাদক তৌহিদ উদ দৌলা রেজা, রাশেদুজ্জামান ও মাজেদুল হক মানিক।

Advertisement

নেত্রকোনা : বেলা ১১টায় জেলা সদরের মোক্তারপাড়া সড়কে আয়োজিত মানববন্ধন কর্মসূচি পালন করে নেত্রকোনায় কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা। মানববন্ধনে বক্তব্য রাখেন, জেলা প্রেস ক্লাবের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী, সাধারণ সম্পাদক এম মুখলেছুর রহমান খান, জেলা সুজনের সভাপতি শ্যামলেন্দু পাল, আব্দুর রহমান ফাউন্ডেশনের চেয়ারম্যান দিলওয়ার খান, নেত্রকোনা সাহিত্য সমাজের সাধারণ সম্পাদক সাইফুল্লাহ এমরান, সাংবাদিক সঞ্জয় সরকার, খলিলুর রহমান শেখ, ভজন দাস, কামাল হোসাইন, পল্লব চক্রবর্তী ও আনিসুর রহমান প্রমুখ।

নোয়াখালী : বেলা ১১টায় নোয়াখালী প্রেস ক্লাবের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন করেন সাংবাদিকরা। এসময় বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক আলমগীর ইউসুফ, সাইফুল্যাহ কামরুল, আবুল হাসেম, আবু নাছের মঞ্জু, মাহবুবুর রহমান, সুমন ভৌমিক, আকবর হোসেন সোহাগ প্রমুখ।

পটুয়াখালী : দুপুর ১২টায় পটুয়াখালী প্রেস ক্লাবের সামনে মানববন্ধন পালিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন পটুয়াখালী প্রেস ক্লাবের সভাপতি স্বপন ব্যানার্জী ও সাধারণ সম্পাদক জালাল আহমেদ।

রাজশাহী : বেলা ১১টায় নগরীর সাহেববাজার জিরোপয়েন্টে বিক্ষোভ সমাবেশ করেছে রাজশাহীর সাংবাদিক সংগঠনগুলো।

এসময় উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক মশিহুর রহমান, রাজশাহী সাংবাদিক কল্যাণ সমিতির চেয়ারম্যান মো. লিয়াকত আলী, প্রথম আলোর রাজশাহী অফিসের নিজস্ব প্রতিবেদক আবুল কালাম মুহম্মদ আজাদ, আরইউজের সাবেক সভাপতি মুস্তাফিজুর রহমান খান আলম, কাজী শাহেদ, সাবেক সাধারণ সম্পাদক মামুন-অর-রশীদ, রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মেহেদী হাসান শ্যামল, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) নির্বাহী সদস্য জাবীদ অপু, সিনিয়র ফটো সাংবাদিক সেলিম জাহাঙ্গীর, আরইউজের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা তৈয়বুর রহমান, যুগ্ম সম্পাদক মিজানুর রহমান টুকু প্রমুখ।

রংপুর : দুপুর ১টায় রংপুর প্রেস ক্লাব চত্বরের সামনে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রেস ক্লাব আয়োজিত এ সমাবেশে রংপুরে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা অংশ নেন। 

সাভার : বিকেল সাড়ে ৫টায় নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাইপাইল এলাকায় আশুলিয়া প্রেস ক্লাবের উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। মানববন্ধনে আশুলিয়া প্রেস ক্লাবের সভাপতি মোজাফফর হোসেন জয়, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম লিটনসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।  

সাতক্ষীরা : দুপুর ১২টায় প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন করেন সাতক্ষীরার কর্তব্যরত সাংবাদিকরা। সাতক্ষীরা প্রেস ক্লাবের সভাপতি মমতাজ আহমেদ বাপ্পীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী সুজনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, সাতক্ষীরা প্রেস ক্লাবের সাবেক সভাপতি আবু আহমেদ, আনিসুর রহিম, মনিরুল ইসলাম মিনি, সহ- সভাপতি হাবিবুর রহমান, কল্যাণ ব্যানার্জী, সাবেক সাধারণ সম্পাদক এম কামরুজ্জামান, সাংবাদিক রামকৃষ্ণ চক্রবর্তী, হাফিজুর রহমান মাসুম, ইদ্রিস আলী, অসীম বরণ চক্রবর্তী, সেলিম রেজা মুকুল প্রমুখ।

সুনামগঞ্জ : সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে দুপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এতে সংবাদকর্মীরা ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন অংশ নেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন, সুনামগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি পঙ্কজ কান্তি দে, জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক এনাম আহমেদ, জেলা উদীচী শিল্পী গোষ্ঠীর সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি বিন্দু তালুকদার, সহ-সভাপতি কুলেন্দু শেখর দাশ, সাধারণ সম্পাদক মো. বোরহান উদ্দিন, সমাজকর্মী নাসিম চৌধুরী প্রমুখ।

সিলেট : সাংবাদিক রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তি ও দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি চেয়ে বিবৃতি দিয়েছে সিলেট জেলা প্রেস ক্লাব। বিবৃতিতে প্রেস ক্লাব সভাপতি আল আজাদ ও সাধারণ সম্পাদক ছামির মাহমুদ এ দাবি জানান।

টাঙ্গাইল : দুপুর সোয়া ১২টায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে টাঙ্গাইল প্রেস ক্লাব। এতে বক্তব্য রাখেন, টাঙ্গাইল প্রেস ক্লাবের সভাপতি অ্যাডভোকেট জাফর আহমেদ, সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা, সাবেক সভাপতি ড. মোহাম্মদ কামরুজ্জামান ও অ্যাডভোকেট আতাউর রহমান আজাদ, দৈনিক প্রথম আলোর স্টাফ রিপোর্টার কামনাশীষ শেখর, কাজী তাজউদ্দিন রিপন, সোহেল তালুকদার প্রমুখ।

পঞ্চগড় : দুপুরে পঞ্চগড় প্রেস ক্লাবের আয়োজনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জেলা শহরের শেরে বাংলা পার্কের পঞ্চগড়-তেঁতুলিয়া মহাসড়কে এ কর্মসূচি পালিত হয়।

পঞ্চগড় প্রেস ক্লাবের সভাপতি সফিকুল আলমের সভাপতিত্বে মানবন্ধনে বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয় পাটি কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট ও জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আবুল সালেক, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল জাসদের সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম জুয়েল, পঞ্চগড় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বাবু, দৈনিক দেশ রুপান্তরের জেলা প্রতিনিধি জেষ্ঠ্য সাংবাদিক শহিদুল ইসলাম শহীদ, বাংলাদেশ প্রতিদিনের সরকার হায়দার, দৈনিক প্রথম আলোর রাজিউর রহমান রাজু ও দৈনিক কালের কন্ঠের লুৎফর রহমান, জেলা গণসংহতি আন্দোলনের আহ্বায়ক সাজেদুর রহমান সাজু, প্রথম আলো বন্ধুসভার সভাপতি শিহাব চৌধুরী প্রমুখ।

 

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) : নারায়ণগঞ্জের রূপগঞ্জ প্রেস ক্লাবের উদ্যোগে দুপুরে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন লেখক কলামিস্ট গবেষক ও রূপগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি লায়ন মীর আব্দুল আলীম।

বরগুনা : দুপুর ১২টায় বরগুনা প্রেস ক্লাবের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বরগুনায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের কর্মীসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

বরগুনা প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি মো. জাফর হোসেনের উপস্থাপনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, বরগুনা প্রেস ক্লাবের সভাপতি জহিরুল হাসান বাদশা, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সোহেল হাফিজ, জেলা টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি আবু জাফর মো. সালেহ, প্রেস ক্লাবের সাবেক সভাপতি চিত্তরঞ্জন শীল, জেলা পাবলিক পলিসি ফোরামের সভাপতি ও বরগুনা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. হাসানুর রহমান ঝন্টু, সাবেক সভাপতি মনির হোসেন কামাল, উপকূলীয় উন্নয়ন সংস্থা জাগো নারীর প্রধান নিবার্হী হোসনে আরা হাসি, জেলা মুক্তিযোদ্ধা সন্তানদের মুখপাত্র আরিফুর রহমান মারুফ প্রমুখ।

লক্ষ্মীপুর : লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সামনে বিকেল ৫টায় মানববন্ধন করা হয়েছে। প্রথম আলো বন্ধুসভার জেলা কমিটির উদ্যোগে এ আয়োজন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আবদুল মালেক, প্রথম আলোর প্রতিনিধি এ বি এম রিপন, লক্ষ্মীপুর অনলাইন সাংবাদিক ফোরামের সভাপতি কাজল কায়েস, সাংবাদিক কামাল হোসেন, যমুনা টিভি প্রতিনিধি আনিস কবির, বন্ধুসভার জেলা সভাপতি সান্তুনু দাস, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট অনিম জোবায়ের, সাংবাদিক সুমন দাস ও রাজিব হোসেন রাজু প্রমুখ।

ঠাকুরগাঁও : বিকেলে ঠাকুরগাঁও চৌরাস্তায় প্রতিবাদ সমাবেশ করেছে সাংবাদিক ও সচেতন নাগরিকবৃন্দ। সমাবেশে বক্তব্য রাখেন, ঠাকুরগাঁও প্রেস ক্লাবের সভাপতি মনসুর আলী, প্রথম আলোর জেলা প্রতিনিধি মজিবর রহমান খান, টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েসনের সভাপতি ফিরোজ আমিন সরকার রাসেল প্রমুখ।

ঝিনাইদহ : বিকেল সাড়ে ৫টায় মানববন্ধন পালিত হয়েছে। শহরের পোস্ট অফিস মোড়ে প্রথম আলো বন্ধুসভা এ কর্মসূচির আয়োজন করে।

ময়মনসিংহ : বিকেলে প্রেস ক্লাব মিলনায়তনে ময়মনসিংহ সাংবাদিক ইউনিয়নের (এমইউজে) উদ্যোগে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

ময়মনসিংহ সাংবাদিক ইউনিয়নের সভাপতি আতাউল করিম খোকনের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, সংগঠনের সাধারণ সম্পাদক মীর গোলাম মোস্তফা, প্রেসক্লাব সাধারণ সম্পাদক বাবুল হোসেন, সংগঠনের কেন্দ্রীয় সদস্য ও ময়মনসিংহ টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি অমিত রায়, সংগঠনের কেন্দ্রীয় সদস্য শাহিদুল আলম খসরু, ময়মনসিংহ সাংবাদিক বহুমুখী সমবায় সমিতির সভাপতি মোশাররফ হোসেন, ময়মনসিংহ টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি শরীফুজ্জামান টিটু, সাধারণ সম্পাদক আবু সালেহ মো. মুসা, সাংবাদিক নেতা কাজী মোহাম্মদ মোস্তফা, বিপ্লব বসাক, রাকিবুল হাসান রুবেল, কামাল হোসেনসহ প্রমুখ।

দিনাজপুর : চুরি ও অফিসিয়াল সিক্রেটস আইনে করা মামলায় গাজীপুরের কাশিমপুর মহিলা কারাগারে বন্দি প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামের মুক্তি এবং নির্যাতনের বিচারের দাবি জানিয়েছে দিনাজপুর সাংবাদিক ইউনিয়ন (জেইউডি)। এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনের সভাপতি মো. ওয়াহেদুল আলম আর্টিস্ট ও সাধারণ সম্পাদক সাহিন হোসেন যৌথ বিবৃতিতে এই দাবি জানান।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় : রোজিনা ইসলামকে হেনস্তা ও দীর্ঘ সময় আটকে রেখে সাজানো মামলায় গ্রেফতারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (চবিসাস)। চবি সাংবাদিক সমিতির সভাপতি ইমরান হোসাইন ও সাধারণ সম্পাদক মুনাওয়ার রিয়াজ মুন্না এক যৌথ বিবৃতিতে এমন প্রতিক্রিয়া জানান।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (জাবিসাস) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে  প্রতিবাদ জানিয়েছে। জাবিসাসের দফতর ও প্রকাশনা সম্পাদক ওসমান গণি রাসেল স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে সংগঠনের সভাপতি মাহাবুব আলম ও সাধারণ সম্পাদক আবির আব্দুল্লাহ বলেন, আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত সাংবাদিক রোজিনা ইসলামকে এভাবে হেনস্তা ও গ্রেফতার স্বাধীন সাংবাদিকতার জন্য চরম হুমকি।

এসএমএম/এমএস