দৈনিক প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে হেনস্তা ও গ্রেফতারের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে)। মঙ্গলবার (১৮ মে) বেলা ১১টায় চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে চট্টগ্রামে কর্মরত সাংবাদিকরা এ বিক্ষোভ সমাবেশ করেন।
Advertisement
সমাবেশে বক্তারা বলেন, ‘রোজিনা ইসলাম একজন আন্তর্জাতিক মানের অনুসন্ধানী সাংবাদিক। তিনি দেশে-বিদেশে বহু পুরস্কারে ভূষিত হয়েছেন। স্বাস্থ্য মন্ত্রণালয়ের অস্বাস্থ্যকর দুর্নীতি নিয়ে একাধিক প্রতিবেদন প্রকাশ করায় ওই মন্ত্রণালয়ের দুর্নীতিবাজ কর্মকর্তারা তার ওপর ক্ষিপ্ত হয়েছেন। তাকে দীর্ঘ সাড়ে পাঁচ ঘণ্টা আটকে রেখে নির্যাতন করেছেন। আবার মামলা ও গ্রেফতার করে হয়রানি করছেন।’
বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘সাংবাদিক রোজিনাকে অবিলম্বে মুক্তি দেয়া হোক। তার মুক্তি না হওয়া পর্যন্ত চট্টগ্রামের সাংবাদিক সমাজ রাজপথ থেকে ফিরে যাবে না। পাশাপাশি তাকে নির্যাতনের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার দাবি জানাচ্ছি।’
সিইউজের সাধারণ সম্পাদক ম. শামসুল ইসলামের পরিচালনায় ও সভাপতি মোহাম্মদ আলীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন প্রেস ক্লাব সভাপতি আলী আব্বাস, সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়েনের (বিএফইউজে) সাবেক সহ-সভাপতি শহিদুল আলম, সিইউজের সিনিয়র সহ-সভাপতি অনিন্দ্য টিটো, বাংলাদেশ মানবাধিকার কমিশনের ডেপুটি গভর্নর আমিনুল হক বাবুসহ চট্টগ্রামের সাংবাদিক নেতৃবৃন্দ।
Advertisement
সোমবার (১৭ মে) রোজিনা ইসলাম সচিবালয়ে তথ্য সংগ্রহে গেলে তাকে সাড়ে পাঁচ ঘণ্টা আটকে রেখে হেনস্তা করা হয়। পরে চুরি ও অফিশিয়াল সিক্রেটস আইনে মামলা দায়ের করে পুলিশে সোপর্দ করা হয়।
সেই মামলায় মঙ্গলবার (১৮ মে) সকালে তাকে আদালতে হাজির করে পাঁচদিনের রিমান্ডের আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার পরিদর্শক (তদন্ত) আরিফুর রহমান সরদার। অন্যদিকে রোজিনার আইনজীবী প্রশান্ত কুমার কর্মকার তার জামিন চেয়ে আবেদন করেন। শুনানি শেষে বিচারক তার রিমান্ড আবেদন নামঞ্জুর করে জামিন শুনানির জন্য বৃহস্পতিবার দিন ধার্য করেন। এরপর একটি প্রিজন ভ্যানে তাকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারে নিয়ে যাওয়া হয়।
মিজানুর রহমান/ইএ/এমকেএইচ
Advertisement