যশোরে গোয়েন্দা পুলিশের (ডিবি) সঙ্গে বন্দুকযুদ্ধে অজ্ঞাত নাম পরিচয়ের এক ডাকাত (৩০) নিহত হয়েছেন। মঙ্গলবার রাত ২টার দিকে যশোর-ঝিনাইদহ মহাসড়কের রহমতপুর এলাকায় এ গোলাগুলির ঘটনা ঘটে। যশোর ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহমেদ হাশমী জাগো নিউজকে জানান, মঙ্গলবার রাতে একদল ডাকাত যশোর-ঝিনাইদহ মহাসড়কে গাছ কেটে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। পুলিশ এ খবর পেয়ে ওই এলাকায় অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দল পুলিশের দিকে গুলি ছুড়লে পুলিশও পাল্টা গুলি চালায়। পরে ডাকাত দলের সদস্যরা পালিয়ে যাওয়ার পর ঘটনাস্থলে একজনের গুলিবিদ্ধ মরদেহ পাওয়া যায়। পুলিশ তার মরদেহ উদ্ধার করে যশোর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ঘটনাস্থল থেকে একটি পিস্তল, একটি বড় দা, গাছ কাটার করাত উদ্ধার করা হয়েছে বলে জানান ডিবির ওসি। তিনি আরও জানান, এ ঘটনায় পুলিশের উপ-পরিদর্শক (এসআই) তোফায়েল আহমেদ, কনস্টেবল সিরাজুল ইসলাম ও রাসেল আহত হয়েছেন। তাদের যশোর সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। নিহত ব্যক্তি ডাকাত দলের সদস্য উল্লেখ করলেও পুলিশ তার নাম পরিচয় নিশ্চিত করতে পারেনি। মিলন রহমান/এমজেড/পিআর
Advertisement