শিক্ষা

জাতীয় বিশ্ববিদ্যালয়ের লিখিত পরীক্ষা স্থগিত, অনলাইনে হবে ভাইভা

করোনাভাইরাস পরিস্থিতি বিবেচনায় আগামী ২৪ মে থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিতব্য সকল লিখিত পরীক্ষা স্থগিত করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত লিখিত পরীক্ষা স্থগিত থাকবে। তবে পূর্বনির্ধারিত সব মৌখিক পরীক্ষা অনলাইনে নেয়া হবে।

Advertisement

আজ মঙ্গলবার (১৮ মে) জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে লিখিত পরীক্ষা স্থগিতের তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থগিত সকল লিখিত পরীক্ষার সংশোধিত সময়সূচি পরবর্তীতে শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সবাইকে অবহিত করা হবে। এছাড়া আগামী ২৪ মে থেকে অনুষ্ঠিতব্য অনার্স ৪র্থ বর্ষের মৌখিক পরীক্ষা অনলাইন প্লাটফর্মে (জুম অ্যাপ) পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী অনুষ্ঠিত হবে।

এমএইচএম/এএএইচ/এমএস

Advertisement