জাতীয়

সাংবাদিক রোজিনার মুক্তি দাবি মহিলা পরিষদের

দৈনিক প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে সচিবালয়ে আটকে রেখে হেনস্তার প্রতিবাদ এবং তার মুক্তির দাবি জানিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদ।

Advertisement

মঙ্গলবার (১৮ মে) সংস্থাটির সভাপতি ডা. ফওজিয়া মোসলেম ও সাধারণ সম্পাদক মালেকা বানু স্বাক্ষরিত এক বিবৃতিতে এ দাবি জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, আমরা গভীর বিস্ময় ও উদ্বেগের সাথে জানতে পারলাম, দৈনিক প্রথম আলোর সাংবাদিক রোজিনা ইসলামকে সচিবালয়ে স্বাস্থ্যসেবা বিভাগে আটকে রেখে হেনস্তা করা হয়েছে। তাকে পাঁচ ঘণ্টা আটকে রাখায় অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে তাকে শাহবাগ থানায় নিয়ে যাওয়া হয়।

বাংলাদেশ মহিলা পরিষদ পেশাগত দায়িত্ব পালনের সময় একজন নারী সাংবাদিকের ওপর সরকারের স্বাস্থ্য বিভাগের এই আচরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে।

Advertisement

সেই সঙ্গে অবিলম্বে রোজিনা ইসলামের মুক্তি ও তার সুচিকিৎসার দাবি জানানো হয়েছে। নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে এই ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছে মহিলা পরিষদ।

এসইউজে/এমএসএইচ/এএসএম