ফিচার

আজকের এইদিনে : ০২ ডিসেম্বর ২০১৫

আন্তর্জাতিক দাসপ্রথা দিবস১৮০৪ খ্রিস্টাব্দের এই দিনে  নেপোলিয়ন ক্ষমতায় অধিষ্ঠিত হন।১৮৫২ খ্রিস্টাব্দের এই দিনে তৃতীয় নেপোলিয়নকে সম্রাট করে দ্বিতীয় ফরাসি সাম্রাজ্য ঘোষিত হয়।১৮৫৯ খ্রিস্টাব্দের এই দিনে  আমেরিকার দাস বিদ্রোহী ও সমাজ সংস্কারক জন ব্রাউনকে ফাঁসি দেওয়া হয়।১৯৮৪ খ্রিস্টাব্দের এই দিনে  ভূপালে বিষগ্যাসে ৩ হাজার লোক নিহত এবং ৫০ হাজার লোক ক্ষতিগ্রস্ত হয়।১৯৯৫ খ্রিস্টাব্দের এই দিনে  লাওস প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়।১৮৮১ খ্রিস্টাব্দের এই দিনে কার্ল মার্কসের স্ত্রী ও আমৃত্যু সহযোদ্ধা জেনি মার্কসের মৃত্যু।১৯২১ খ্রিস্টাব্দের এই দিনে  পটুয়া কামরুল হাসানের জন্ম।১৯৯১ খ্রিস্টাব্দের এই দিনে  কথাসাহিত্যিক বিমল মিত্রের মৃত্যু।১৯৯৭ খ্রিস্টাব্দের এই দিনে পার্বত্য শান্তিচুক্তি স্বাক্ষরিত হয়।    এইচআর/পিআর

Advertisement