রাস্তা পারাপারে ফুটওভার ব্রিজ ব্যবহার না করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার (ডিএমপি) বেনজির আহমেদ।তিনি বলেন, ‘রাস্তায় অসংখ্য ফুট ওভার ব্রিজ নির্মাণ করে রাখা হয়েছে। কিন্তু রাস্তা পারাপারে নাগরিকরা সেগুলো ব্যবহার না করেই সরাসরি রাস্তা পারাপার হচ্ছেন।’রাজধানীর বনানীতে ফুটওভার ব্রিজ ব্যবহারে জনসেচেতনতামূলক এক প্রচারাভিযানে রোববার দুপুরে তিনি এ সব কথা বলেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নিরাপদ সড়ক চাই আন্দোলনের সংগঠক, লেখক ও কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ ও চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন।প্রচারাভিযানে জনসচেতনতামূলক লিফলেট বিলি করা হয়। এ ছাড়াও যারা ফুটওভার ব্রিজ ব্যবহার করছেন তাদের মাঝে চকোলেট ও খেজুরের প্যাকেট বিতরণ করা হয়।
Advertisement