জাতীয়

ভারতে পাড়ি দিলো মৈত্রী শোভাযাত্রা

সম্প্রীতির বার্তা ফেরি করে বেড়ানো চার দেশের মৈত্রী মোটর শোভাযাত্রা (বিবিআইএন) বেনাপোল চেকপোস্ট দিয়ে মঙ্গলবার রাত ৯টা ১৫ মিনিটে ভারতে প্রবেশ করেছে। রাত সাড়ে ৮টায় র‌্যালিটি বেনাপোল চেকপোস্টে এসে পৌঁছালে তাদের ব্যাপক সংবর্ধনা দেন কাস্টমস, পুলিশসহ স্থানীয় সাংবাদিকরা।এ সময় চেকপোস্টে উপস্থিত ছিলেন বেনাপোল কাস্টমসের যুগ্ম কমিশনার মোস্তাফিজুর রহমান, শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুস সালাম, কাস্টমসের সহকারী কমিশনার নূরুল বাশির, আব্দুল হক, রাজস্ব কর্মকর্তা সরনিকা চাকমা, পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপূর্ব হাসান, চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম, ওসি (তদন্ত) মোমিনুল ইসলাম প্রমুখ।র‌্যালিতে ভারতের তিনজন মহিলাসহ ৫৯ জন, বাংলাদেশের ৬ জন, ভুটানের ৪ জন ও নেপালের ৪ জন রয়েছেন। এদের সঙ্গে কয়েকজন সাংবাদিকও রয়েছেন।মঙ্গলবার সকালে র‌্যালিটি রাজধানীর সংসদ ভবন এলাকা থেকে বেনাপোল চেকপোস্টের উদ্দেশে রওনা দেয়। পথে সাভারের জাতীয় স্মৃতিসৌধে বিরতি করে এ র‌্যালি। সেখানে মহান মুক্তিযোদ্ধাদের স্মৃতির প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানান র‌্যালিতে অংশগ্রহণকারী ৭৩ জন প্রতিনিধি দল। সকাল ৮টা ৫৫ মিনিটে আনন্দঘন পরিবেশে কলকাতার উদ্দেশে যাত্রা করে এর র‌্যালি। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের র‌্যালিতে অংশ নেয়া গাড়িগুলোর ফ্ল্যাগ অফ করেন। এরপর একসঙ্গে যাত্রা করে ২০টি গাড়ি। এর আগে, সকাল পৌনে ৮টার পর রাজধানীর হোটেল সোনারগাঁও থেকে সংসদ ভবনের উদ্দেশে রওনা হয় র‌্যালিটি।পথে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন এবং সেখানে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানোর পর ফের সংসদ ভবনের উদ্দেশে যাত্রা করে এটি। সোয়া ৮টার দিকে সংসদ ভবনের সম্মুখে পৌঁছে র‌্যালি। এখানে বিভিন্ন ধরনের ব্যানার প্রদর্শন ও ফটোসেশনের পর বক্তব্য দেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ও ভারতের বিদায়ী হাইকমিশনার ও বর্তমান রাষ্ট্রদূত পঙ্কজ শরণ।মোটর র‌্যালিটির ভারত সরকারের সহযোগিতায় মূল আয়োজক ভারতের কলিঙ্গ মোটরস। এর নেতৃত্বে রয়েছেন ভারতের প্রবীণ চন্দ্র ভাঞ্জা। বাংলাদেশ, ভুটান, ভারত ও নেপাল এই চার দেশের মধ্যে সড়ক যোগাযোগসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়াতে ১৪ নভেম্বর ভারতের উড়িষ্যার ভুবনেশ্বর থেকে ২০টি গাড়ির মৈত্রী মোটর শোভাযাত্রার পথচলা শুরু হয়।মো. জামাল হোসেন/বিএ

Advertisement