করোনাভাইরাসের টিকার দ্বিতীয় ডোজ নিয়ে সরকার চিন্তিত বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। সোমবার (১৭ মে) দুপুরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
Advertisement
মন্ত্রী বলেন, ‘টিকার দ্বিতীয় ডোজের বিষয়ে আমরা চেষ্টা করছি। ভারতের অ্যাম্বাসেডরের সাথে কথা বলেছি। ইউকের (যুক্তরাজ্য) সাথে কথা বলেছি। প্রধানমন্ত্রীও এ বিষয়ে চেষ্টা করছেন। সেকেন্ড ডোজটা যাতে আমরা দিতে পারি। ভ্যাকসিনের আমরা আমরা বিভিন্ন পদক্ষেপ নিয়েছি।
তিনি আরও বলেন, ‘আমরা রাশিয়া, চীন, ইউকে, যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের সাথে কথা বলেছি ভ্যাকসিনের জন্য। অনেক জায়গায় অগ্রগতিও হয়েছে। সামনে হয়তো আমরা ভালো খবর দিতে পারব। তবে দুঃখজনক হলেও সত্যি, ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নিয়ে আমরাও চিন্তিত আপানারও চিন্তিত।’
দ্বিতীয় ডোজ আর কতদিন দেয়ার সক্ষমতা আছে, জানতে চাইলে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আর হয়তো ৭ থেকে ১০ দিন পর্যন্ত দ্বিতীয় ডোজ দেয়া সম্ভব হবে। শিগগিরই ভ্যাকসিন আসবে। আমরা যতো তাড়াতাড়ি পারি আনার চেষ্টা করব। চীন, রাশিয়া, ইউকে ও যুক্তরাষ্ট্রের সাথে কথা বলেছি। দুইটা পেলে দুইটা দিয়েই কাজ চালাবো। বিভিন্ন মন্ত্রণালয়ের সমন্বয়ে যাতে কোনো কাজ আটকে না যায় সেদিকে নজর রাখছি।’
Advertisement
সংবাদ সম্মেলনে স্বাস্থ্যসেবা বিভাগের সচিব লোকমান হোসেন মিয়া ও স্বাস্থ্যশিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব মো. আলী নূর উপস্থিত ছিলেন।
আইএইচআর/এমএসএইচ/এএসএম