আন্তর্জাতিক

ভারতীয় ভ্যারিয়েন্ট দাবানলের মতো ছড়াতে পারে : ব্রিটেনের হুঁশিয়ারি

করোনাভাইরাসের ভারতীয় ধরণ ‘দাবানলের মতো ছড়িয়ে পড়তে পারে’ বলে সতর্ক করে দিয়েছেন ব্রিটেনের স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক।

Advertisement

রোববার স্কাই নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে হ্যানকক বলেন, ‘‘প্রবল আত্মবিশ্বাস’ রয়েছে যে বর্তমান ভ্যাকসিনগুলো ভারতীয় ধরণের বিরুদ্ধে কার্যকর হবে। তবে যাদের ভ্যাকসিন গ্রহণের প্রস্তাব দেয়া হয়েছে, তাদের উচিত এই প্রস্তাব গ্রহণ করে নিজেদের এবং দেশকে রক্ষা করা।’

সোমবার থেকে ব্রিটেনের মহামারি সংক্রান্ত বিধিনিষেধ আরও শিথিল করা হয়েছে। তবে লকডাউন পুরোপুরি তুলে দেয়া হবে ২১ জুন থেকে।

হ্যানকক বলেন, ভারতীয় ভ্যারিয়েন্ট ব্রিটেনের কেন্ট ভ্যারিয়েন্ট নামে পরিচিত নতুন ভ্যারিয়েন্টটির চেয়েও দ্রুত সংক্রমিত করতে সক্ষম। কেন্ট ভ্যারিয়েন্টের কারণে গত শীতকালে ব্রিটেনে করোনার দ্বিতীয় ঢেউ ছড়িয়ে পড়েছিল। তিনি আরও বলেন, ভারতীয় ভ্যারিয়েন্ট ইতোমধ্যেই ব্রিটেনের কিছু কিছু জায়গায় ভাইরাসের প্রধান ধরন হিসেবে ছড়িয়ে পড়ছে।

Advertisement

ব্রিটেনের পশ্চিমাঞ্চলের বল্টন ও ব্ল্যাকবার্ন শহরে ভারতীয় ভ্যারিয়েন্টটি সবচেয়ে বেশি ছড়িয়েছে। তবে লন্ডন এখনও গুরুতর অবস্থায় পৌঁছায়নি।

হ্যানকক বলেন, ‘আমাদের সতর্ক হতে হবে, আমাদের সজাগ থাকতে হবে, এবং আমরা প্রতি পদক্ষেপে বলেছি, আমরা আমাদের কাছে থাকা ওই চারটি পরীক্ষা পর্যবেক্ষণ করে দেখব।’

তিনি বলেন, ‘কারণ সংক্রমণের দ্রুততার কারণে এই ধরনটি আসলেই ভ্যাকসিন না নেয়া মানুষের মধ্যে দাবানলের মতো ছড়িয়ে পড়তে পারে। তাই আমাদের যত বেশি সংখ্যক মানুষকে সম্ভব ভ্যাকসিন দিতে হবে, বিশেষ করে যারা হাসপাতালে যাওয়ার মতো বেশি অরক্ষিত অবস্থায় রয়েছে।’

ব্রিটেনে রোববার ১ হাজার ৯২৬ জন নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এছাড়া মৃত্যু হয়েছে চারজনের। দেশটিতে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৪৪ লাখেরও বেশি। মোট মৃত্যু হয়েছে ১ লাখ ২৭ হাজার ৬৭৯ জনের।

Advertisement

দেশটিতে ৩ কোটি ৬৫ লাখের বেশি মানুষ ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন। দ্বিতীয় ডোজ নিয়েছেন ২ কোটি ১ লাখের বেশি।

এমকে/জিকেএস