জাতীয়

চট্টগ্রামে করোনায় আরও একজনের মৃত্যু, শনাক্ত ৩৭

চট্টগ্রামে করোনায় আরও একজনের মৃত্যু, শনাক্ত ৩৭

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা ৫৮২ জনে দাঁড়াল। এ সময়ের মধ্যে করোনা শনাক্ত হন ৩৭ জন। ফলে শনাক্তের সংখ্যা দাঁড়াল ৫১ হাজার ৮২৭ জনে।

Advertisement

সোমবার (১৭ মে) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি জানান, গতকাল (রোববার) চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে ৩৯২ নমুনা পরীক্ষায় ৩৭ জনের দেহে করোনার জীবাণু শনাক্ত হয়। এদের মধ্যে নগরের ২৭ ও উপজেলার ১০ জন।

জানা যায়, গত ২৪ ঘণ্টায় ফৌজদারহাট বিআইটিআইডি ল্যাবে তিনজন, চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে দুজন, চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটি ল্যাবে চারজন, পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্স ল্যাবে দুজন, মা ও শিশু হাসপাতাল ল্যাবে পাঁচজন, জেনারেল হাসপাতাল আরটিআরএল ল্যাবে ১৫ জন, এবং মেডিকেল সেন্টার হাসপাতাল ল্যাবে ছয়জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়।

Advertisement

মিজানুর রহমান/জেএইচ/জিকেএস