দিনাজপুরের বিরামপুরে মাস্ক না পরায় ২৯ জনের জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। তাদের কাছ থেকে মোট পাঁচ হাজার সাতশ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
Advertisement
রোববার (১৬ মে) বিরামপুর উপজেলার ঢাকামোড়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিমল কুমার সরকার এ আদালত পরিচালনা করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিমল কুমার সরকার জানান, করোনা সংক্রমণরোধে এ অভিযান পরিচালনা করা হয়। মাস্ক ব্যকহার না করায় পথচারী, মোটরসাইকেল আরোহী অটোবাইক যাত্রীসহ ২৯ জনকে জরিমানা করা হয়েছে।
তিনি আরও জানান, ঠুনকো অজুহাত দেখাচ্ছেন পথচারীরা। অথচ পাঁচ টাকায় পথে ঘাটে মাস্ক মিলছে। মাস্ক পরা বা সচেতনতা বৃদ্ধির লক্ষ্য এ অভিযান অব্যাহত থাকবে।
Advertisement
এমদাদুল হক মিলন/এএইচ/এমএস