সরকার কর্তৃক বন্দোবস্তমূল্যে শাহবাগস্থ বেতার ভবনের জমি এখন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ)।মঙ্গলবার দুপুরে বিএসএমএমইউ’র অনুকূলে শাহাবাগস্থ বেতার ভবনের গায়ে ২টি সাইনবোর্ড স্থাপন করা হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, ওই ভবনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিচিহ্ন, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রসহ সকল ঐতিহাসিক স্মৃতি স্বযত্বে সংরক্ষিত থাকবে।সাইনবোর্ড স্থাপনের সময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. শহীদুল্লাহ সিকদার, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মো. আলী আসগর মোড়ল, প্রক্টর অধ্যাপক ডা. মো. হাবিবুর রহমান দুলাল, পরিচালক (হাসপাতাল) বিগ্রেডিয়ার জেনারেল (অব.) মো. আব্দুল মজিদ ভূঁইয়া, চিফ অ্যাস্টেট অফিসার ডা. এ. কে এম শরীফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।একে/আরআইপি
Advertisement