বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ সামনে রেখে অনুশীলনের জন্য ১০ মে ক্যাম্প শুরু হয়েছিল জাতীয় ফুটবল দলের। কিন্তু সব খেলোয়াড় না পাওয়ায় ক্যাম্প ছুটি দিয়ে দিয়েছিল বাফুফে।
Advertisement
ছুটি কাটিয়ে আজ (রোববার) দুপুরে সবাই হোটেল ইন্টারকন্টিনেন্টালে ক্যাম্পে যোগ দিয়েছেন। তবে ৩৩ জন ফুটবলার ডাকা হলেও ইনজুরির কারণে ক্যাম্পে যোগ দিতে পারেননি বসুন্ধরা কিংসের ডিফেন্ডার বিশ্বনাথ ঘোষ।
ক্যাম্পে ওঠার পর ফুটবলারদের সবাইকে করোনা টেস্ট করানো হয়েছে। যাদের করোনা নেগেটিভ হবে, তাদের নিয়ে কাল (সোমবার) সকালে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুশীলন শুরু হবে।
ক্যাম্পে যোগ দেয়া ৩২ ফুটবলার
Advertisement
বসুন্ধরা কিংস : আনিসুর রহমান জিকো (গোলরক্ষক), রিমন হোসেন, মাসুক মিয়া জনি, বিপলু আহমেদ, মাহবুবুর রহমান সুফিল, মতিন মিয়া, তপু বর্মন, মোহাম্মদ ইব্রাহিম, তারিক কাজী।
সাইফ এসসি : রহমত মিয়া, রিয়াদুল হাসান, ইয়াসিন আরাফাত, জামাল ভূঁইয়া, আবু শাহেদ, ইমরান হাসান রিমন, ফয়সাল আহমেদ ফাহিম।
আবাহনী : শহিদুল আলম সোহেল (গোলরক্ষক), সোহেল রানা, সাদ উদ্দিন।
শেখ রাসেল কেসি : আশরাফুল ইসলাম রানা (গোলরক্ষক), মো. আবদুল্লাহ।
Advertisement
মুক্তিযোদ্ধা : মেহেদী হাসান, মেহেদী হাসান রয়েল, মো. ইমন।
চট্টগ্রাম আবাহনী : মানিক হোসেন মোল্লা, রাকিব হোসেন।
মোহামেডান : হাবিবুর রহমান সোহাগ, আতিকুজ্জামান।
উত্তর বারিধারা : সুমন রেজা, মিতুল মারমা (গোলরক্ষক)।
শেখ জামাল : রেজাউল করিম।
পুলিশ এফসি : মোহাম্মদ জুয়েল।
আরআই/এমএমআর/জিকেএস