দেশজুড়ে

বঙ্গবন্ধু সেতু মহাসড়কে চলছে দূরপাল্লার বাস

ঢাকা-টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কে রীতিমতো চলছে দূরপাল্লার বাস। রোববার (১৬ মে) সকাল থেকেই ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফিরছেন মানুষ। এ সুযোগে এই মহাসড়কে বেড়েছে ঢাকাগামী দূরপাল্লার বাসের চাপ। রোববার সকালে ঢাকা-টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কের আশেকপুর বাইপাসে দেখা গেছে উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা ঢাকাগামী অসংখ্য বাসের চলাচল। এছাড়া পিকআপ, মোটরসাইকেল, ব্যক্তিগত গাড়িসহ বিভিন্ন পরিবহনে কর্মস্থলে ফিরছেন মানুষ। তবে মহাসড়কের কোথাও যানজটের সৃষ্টি হয়নি।

Advertisement

এর আগে বৃহস্পতিবার (১৩ মে) সকালে মহাসড়কের করটিয়া, তারটিয়া, আশেকপুর, ঘারিন্দা, রসুলপুর, পৌলি, এলেঙ্গাসহ বিভিন্ন এলাকার কোথাও গাড়ির ধীরগতি বা যানজট সৃষ্টি হয়েছিল। তবে এবার ঢাকায় ফিরতে ঈদের আগের মতো যাত্রীদের যানজটে পড়তে হবে না বলে আশা প্রকাশ করেছেন দায়িত্বরত পুলিশ সদস্যরা।

কালিয়াকৈর পরিবহনের বাসচালক রফিক জাগো নিউজকে বলেন, ‘সকালে গাজীপুরের যাত্রী নিয়ে সিরাজগঞ্জ থেকে ছেড়ে এসেছি। সরকারিভাবে দূরপাল্লার বাস বন্ধ রাখা হলেও পয়সার জন্যই বাস চালাতে হচ্ছে।’

এলেঙ্গ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইয়াসির আরাফাত বলেন, ঢাকা-টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কে দূরপাল্লার বাস চলাচলে সরকারি নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। তিনি জানান, মহাসড়কে সকাল থেকে যানবাহনের চাপ বেড়েছে। তবে এখন মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

Advertisement

আরিফ উর রহমান টগর/এসআর/জিকেএস