জাতীয়

নিয়ম মেনে শিল্প চালাতে হবে : সুলতানা কামাল

বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) কেন্দ্রীয় সহ-সভাপতি অ্যাড. সুলতানা কামাল বলেছেন, নিয়মনীতি মেনে শিল্প চালাতে হবে। অন্যথায় হবিগঞ্জের মাধপুর থেকে কার্যক্রম গুটিয়ে চলে যেতে হবে।মঙ্গলবার মাধবপুর উপজেলার এখতিয়ারপুরে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি বলেন, আমাদের জীবনের অধিকারের ওপর হস্তক্ষেপ কোনভাবেই মেনে নিতে রাজি নই। এদেশ আমাদের। এদেশকে আমরা দুর্নীতিবাজ ও দুর্বৃত্তদের হাতে তুলে দিতে পারিনা। আমরা তা প্রতিহত করবো। বাপা আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের জেলা সভাপতি অধ্যাপক ইকরামুল ওয়াদুদ। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক শরীফ জামিল, জেলা সহ-সভাপতি তাহমিনা বেগম গিনি, সাধারণ সম্পাদক তোফাজ্জল সোহেল, সাবেক উপজেলা চেয়ারম্যান জাকির হোসেন চৌধুরী অসীম, হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি শোয়েব চৌধুরী ও ছাতিয়াইন ইউপি চেয়ারম্যান খায়রুল হোসেন মনু।সৈয়দ এখলাছুর রহমান খোকন/এআরএ/আরআইপি

Advertisement